RG Kar Protest: জন্মদিনের নেমন্তন্ন খেতে এসে হতবাক অতিথিরা, চারিদিকে শুধু 'We Want Justice'! কী অবিশ্বাস্য কাণ্ড দেখুন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
RG Kar Protest: এবার জন্মদিনেও আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। মেনু কার্ড থেকে প্যান্ডেল সবেতেই প্রতিবাদের ছোঁয়া।
উত্তর ২৪ পরগনা: চিকিৎসকের প্রেসক্রিপশন, খাবার ডেলিভারি স্লিপের পর এবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জন্মদিনেও। নারকীয় এই ঘটনার বিচারের দাবি চেয়ে, নিজের সন্তানের জন্মদিন পালনে বার্তা তুলে ধরল পরিবার। যেখানে প্যান্ডেল থেকে মেনু কার্ড, সব জায়গায় দেখা গেল নির্যাতিতার বিচারের দাবি।
বেলুন দিয়ে সাজানো প্যান্ডেলের নানা প্রান্তে আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পোস্টার দেখে নিমন্ত্রিত অতিথিরাও হলেন অবাক। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কলমবাগান কুন্দিপুর গ্রামের বাসিন্দা উত্তম ভট্টাচার্য। তাঁর ছেলের পাঁচ বছরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।
আরও পড়ুন: ‘কেন হবে? চুপচাপ আছি-বেদনায় আছি’, ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী তাড়ানো নিয়ে বার্তা মমতার
সেখানেই আরজি করে নৃশংস ভাবে কর্মস্থলে খুন হওয়া ডাক্তার তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতীকী প্রতিবাদ জানানো হয়। যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, সেই দেবাঙ্কনও আধো আধো কথায় জানাল আরজি করের বিচারের কথা। দেবাঙ্কনের মা সুপর্ণা ভট্টাচার্য বলেন, ‘আরজি কর-এর ঘটনায় সকলেই শোকাহত, মর্মাহত। তাই এই ঘটনার বিচার চাই।’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!’ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকে বসারও ইঙ্গিত
পাশাপাশি, মহিলাদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন তিনি। জন্মদিন স্মরণীয় করে রাখতে কেক কাটা থেকে এলাহি ভুরিভোজের আয়োজন থাকলেও, আরজি কর-কাণ্ডের এমন প্রতিবাদ উঠে আসায় উত্তমবাবুর এমন অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন আমন্ত্রিত থেকে এলাকাবাসীরা সকলেই।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2024 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Protest: জন্মদিনের নেমন্তন্ন খেতে এসে হতবাক অতিথিরা, চারিদিকে শুধু 'We Want Justice'! কী অবিশ্বাস্য কাণ্ড দেখুন






