RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রেসক্রিপশনে এ কী লিখলেন ডাক্তার? মুহূর্তে ভাইরাল, দেখুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
RG Kar Protest: চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনে এমন লেখা দেখে অবাক রোগীরা। কী বলছেন তাঁরা?
উত্তর ২৪ পরগনা: এবার চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনেও ধরা পরল অভিনব প্রতিবাদের ছবি। “এক ধ্বনী এক স্বর জাস্টিস ফর আরজি কর”। এবার নিজের প্রেসক্রিপশনে এই স্লোগানই স্ট্যাম্প মেরে রোগীদের হাতে তুলে দিতে দেখা গেল বারাসাতের এক চিকিৎসককে।
বারাসাত জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের কাছেই বিশিষ্ট দন্ত চিকিৎসক সুমিত কুমার সাহার চেম্বার। সেখানেই এদিন পরিষেবা নিতে আসা রোগীদের হাতে এমন প্রেসক্রিপশন দেখে অবাক সকলে। আর জি কর কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, ডাক্তাররা পরিষেবা বন্ধ রেখে চালিয়ে যাচ্ছেন আন্দোলন। সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের পাশে থেকেও যে প্রতিবাদ জানানো যায় তাই যেন তুলে ধরলেন এই চিকিৎসক।
advertisement
আরও পড়ুন: এভাবেও প্রতিবাদ করা যায়, আরজি করের বিচার চেয়ে এই দম্পতি যা করলেন অভাবনীয়!
প্রতিবাদের ভাষা অন্য হলেও, এই প্রতিবাদ তিনি চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বলেই মত। ডাঃ সুমিত কুমার সাহা একাধারে যেমন দন্ত চিকিৎসক পাশাপাশি তিনি বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডেরও জনপ্রতিনিধি। এদিন তিনি জানান, যে ঘটনা ঘটেছে চিকিৎসক তরুণীর সঙ্গে তা নৃশংস এবং নিন্দনীয়।
advertisement
advertisement
প্রথম থেকেই মুখ্যমন্ত্রী নিজে দোষীদের শাস্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আবার চিকিৎসক পড়ুয়ারা আন্দোলন চালিয়ে যাওয়ার, ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। ফলে অসুস্থতা নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে রোগীদের। আন্দোলনের নাম করে পরিষেবা ব্যাহত রাখলেও , ওই চিকিৎসকদের একাংশ বেসরকারি নার্সিংহোম-সহ অন্যান্য জায়গায় চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
advertisement
যা চিকিৎসা পরিষেবার মতো পেশার ক্ষেত্রে কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তোলেন এই চিকিৎসক। পাশাপাশি তিনি জানান, তাঁর প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতা থেকেই তিনি এমন প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছেন। তবে প্রেসক্রিপশনে চিকিৎসকের এমন প্রতিবাদ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। রোগীরাও চিকিৎসকের হাত থেকে এমন প্রেসক্রিপশন পেয়ে বলছেন, এমন প্রতিবাদ আগে দেখেননি তাঁরা। ফলে একজন চিকিৎসকের পরিষেবা স্বাভাবিক রেখে, আরজি কর-কাণ্ডে এমন প্রতিবাদকে রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন চিকিৎসকমহল-সহ সাধারণ মানুষজনও।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 6:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রেসক্রিপশনে এ কী লিখলেন ডাক্তার? মুহূর্তে ভাইরাল, দেখুন