RG Kar Doctor Murder Case: জুনিয়রদের কর্মবিরতি সমর্থন করে রোগীদের স্বার্থে বড় দায়িত্বে সিনিয়র ডাক্তররা, দেখুন

Last Updated:

RG Kar Doctor Murder Case: চিকিৎসকরা যে দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন, তাতে সমর্থন জানিয়ে এদিন নিজেদের দায়িত্ব পালন করেছেন সিনিয়ররা।

+
এমারজেন্সির

এমারজেন্সির সামনে বারান্দায় বসে চিকিৎসা পরিষেবা।

আসানসোল: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা এদিন বুধবার গোটা দেশ জুড়ে পালন করেছেন পেন ডাউন কর্মসূচি। আর.জি কর কাণ্ডে যুক্ত সকলকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবিতে তারা বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছেন। আর এমন অবস্থায় অভূতপূর্ব ছবি উঠে এল আসানসোল জেলা হাসপাতাল থেকে যেখানে জুনিয়র চিকিৎসকদের সমর্থন করেও নিজেদের দায়িত্ব পালন করলেন অভিজ্ঞ চিকিৎসকরা।
এদিন জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি চলাকালীন রোগী পরিষেবার স্বার্থে এগিয়ে এলেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেলা হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা করাতে পারলেন রোগীরা। বেশ খানিকটা চিন্তামুক্ত হতে পেরেছেন রোগীর পরিবারের সদস্যরাও। এদিন দেখা গিয়েছে, আসানসোল জেলা হাসপাতালে এমার্জেন্সির সামনে বারান্দায় বসে চিকিৎসা করছেন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা যে দাবি নিয়ে কর্ম বিরতি পালন করছেন, তাতে সমর্থন জানিয়ে এদিন নিজেদের দায়িত্ব পালন করেছেন তারা।
advertisement
আরও পড়ুন: আরজি করে খুনের প্রতিবাদ জারি, সেখানেই ধরনা মঞ্চে অভূতপূর্ব উদ্যোগ চিকিৎসকদের!
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, যে দাবি নিয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে, তা একেবারেই অমূলক নয়। প্রতিবাদের ভাষা হিসেবে তারা পেন ডাউন কর্মসূচি পালন করছেন। বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছেন। কিন্তু রোগীদের স্বার্থে পরিষেবা সচল রাখতে হবে। হাসপাতালের এমার্জেন্সি বিভাগ বা অন্যান্য বিভাগ যেমনভাবে চালু রয়েছে, তেমনভাবেই বহির্বিভাগও যাতে একেবারে স্তব্ধ না হয়ে যায়, সেজন্যই সিনিয়র চিকিৎসকরা এগিয়ে এসেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের ‘মজ্জা’ এই মারণরোগ থেকে রেহাই দেবেই! চমকে যাবেন জানলে
উল্লেখ্য, আর.জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়া তরুনীর উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। প্রাণে মেরে ফেলা হয়েছে তাকে। এমন অবস্থায় বিগত কয়েকদিন ধরেই জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ করছেন। তার মধ্যেই এদিন গোটা দেশজুড়ে চিকিৎসক সংগঠন কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেয়। এমন অবস্থায় বহু রোগী, রোগীর পরিবার ব্যাপক চিন্তায় পড়েছিলেন। কিন্তু আসানসোল জেলা হাসপাতালে এসে বহির্বিভাগের রোগীদের হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হয়নি।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Case: জুনিয়রদের কর্মবিরতি সমর্থন করে রোগীদের স্বার্থে বড় দায়িত্বে সিনিয়র ডাক্তররা, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement