RG Kar Doctor Murder Case: আরজি কর-কাণ্ডে এবার আসরে মহিলা কমিশন, প্রথমেই গেল লালবাজার! চাপ বাড়ছে সরকারের উপর
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
RG Kar Doctor Murder Case: কর্তব্যরত অবস্থায় হাসপাতালের রেস্ট-রুমে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা ডাক্তারি পড়ুয়ার মৃত্যু নিয়ে এখনও উঠছে নানা প্রশ্ন।
উত্তর ২৪ পরগনা: আরজি কর-কাণ্ডে শহরের এসে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের দু’সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে নেমেই এদিন সোজা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন তাঁরা। আর তারপরই যান নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে পানিহাটির বাড়িতে।
কর্তব্যরত অবস্থায় হাসপাতালের রেস্ট-রুমে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা ডাক্তারি পড়ুয়ার মৃত্যু নিয়ে এখনও উঠছে নানা প্রশ্ন। মৃত্যুর তদন্ত-সহ প্রকৃত দোষীদের ধরতে আন্দোলনে বসেছেন আরজি কর-সহ অন্যান্য হাসপাতালের পড়ুয়া ডাক্তারেরা। ফলে একদিকে চিকিৎসা পরিষেবাও ভেঙে পড়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে।
আরও পড়ুন: প্রবল মারে চশমার কাচ ঢোকে চোখে, দেওয়ালে ঠোকা হয় মাথা, আরজি কর কাণ্ডে ময়নাতদন্তে ভয়ঙ্কর তথ্য
সেই জায়গায় দাঁড়িয়ে এই নৃশংস ঘটনার তদন্তের গতিপ্রকৃতি দেখতে পাশাপাশি গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় মহিলার কমিশনে রিপোর্ট জমা দেবেন বলেও জানান কমিশনের অন্যতম সদস্য ডেলিনা খনড়ুপ। এদিন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়েই কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে রওনা দেয় এই দল। এরপর সেখান থেকেই নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করবেন।
advertisement
advertisement
মঙ্গলবার ঘটনাস্থল অর্থাৎ আরজি কর হাসপাতালেও যাবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তাঁরা জাতীয় মহিলা কমিশনে জমা দেবেন। সে ক্ষেত্রে প্রয়োজন হলে আরও অতিরিক্ত দিন থেকে গোটা ঘটনা খতিয়ে দেখবেন তাঁরা বলেও জানা গিয়েছে। ফলে পুলিশের ভূমিকা নিয়েও যে প্রশ্ন উঠছে, সে বিষয়টিও বিশেষ বিবেচনায় দেখা হবে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Case: আরজি কর-কাণ্ডে এবার আসরে মহিলা কমিশন, প্রথমেই গেল লালবাজার! চাপ বাড়ছে সরকারের উপর