RG Kar Doctor Murder Case: তৃতীয় দিনেও রামপুরহাট মেডিকেলে আন্দোলন জারি
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
RG Kar Doctor Murder Case: বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসকদের আন্দোলন তৃতীয় দিনে পা দিয়ে দিয়েছে। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা
বীরভূম: কলকাতার আরজি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এই ন্যাকারজনক ঘটনায় জড়িত সকলের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের পাশাপাশি পথে নেমেছে আমজনতাও। সোমবার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবির পাশাপাশি নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির পথে হাঁটেন চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।
বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসকদের আন্দোলন তৃতীয় দিনে পা দিয়ে দিয়েছে। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এই দাবিগুলো নিয়ে শনিবার তাঁরা মিছিল করে প্রতিবাদ জানান। সন্ধেয় মোমবাতি মিছিলের পর হাসপাতালের মূল প্রবেশ পথ বন্ধ করে তার সামনে অবস্থান বিক্ষোভ দেখান চিকিৎসকরা। তবে মূল প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হলেও খুলে রাখা হয়েছিল জরুরি বিভাগের প্রবেশ পথ।
advertisement
advertisement
অবস্থান বিক্ষোভের তৃতীয় দিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে হাসপাতালে আসেন রামপুরহাটের মহকুমাশাসক। সমস্ত দাবি দাওয়া শুনে তিনি দ্রুত এগুলির সমাধান করার আশ্বাস দেন। কিন্তু তা সত্ত্বেও নিজেদের বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসকরা।মহকুমাশাসককে জুনিয়র চিকিৎসকরা জানান, যতদিন পর্যন্ত আরজি করের ঘটনার মূল অভিযুক্তদের শাস্তি হচ্ছে এবং তাঁদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততদিন পর্যন্ত এই বিক্ষোভ চলবে। জুনিয়র চিকিৎসকদের এই বক্তব্যের পরে মহকুমাশাসক সৌরভ পান্ডে হাসপাতাল থেকে তাঁদের বিক্ষোভ তুলতে অনুরোধ করেন। কারণ তাঁদের বিক্ষোভের জেরেই সম্পূর্ণ ভারতে ব্যাহত হচ্ছে বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা। সমস্যায় পড়ছেন রোগীর পরিবার।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 12, 2024 7:50 PM IST









