Load Shedding: এই গরমে যখন তখন লোডশেডিং! দম বেরিয়ে যাওয়ার জোগাড় এখানকার মানুষের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Load Shedding: বিদ্যুৎ দফতরের কথা অনুযায়ী সেখানে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন সংক্রান্ত সমস্যা হওয়ার কারণেই সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে বারবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে
পশ্চিম বর্ধমান: এক গরমে রক্ষে নেই, তার উপর লোডশেডিং দোসর! তাহলে পরিস্থিতিটা ঠিক কেমন জায়গায় গিয়ে দাঁড়ায় নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এমনই অবস্থা হয়েছে রূপনারায়ণপুরের বাসিন্দাদের। তীব্র গরমে যখন দক্ষিণবঙ্গের মানুষ হাঁসফাঁস করছে, তখন রূপনারায়নপুরের রূপনগরের আরও বড় সঙ্কট হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বারবার হচ্ছে লোডশেডিং।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরমে রীতিমত ছটফট করছে পশ্চিম বর্ধমান জেলার মানুষ। বিদ্যুৎ ছাড়া যেখানে এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, সেখানে রূপনারায়নপুরের এই রূপনগর এলাকায় বারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। আবার তা মেরামতি করতে সময় লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা। এমনকি রাত্রে বিদ্যুতের সমস্যা দেখা দিলে তা ঠিক হতে সকাল পেরিয়ে বেলা হয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: থানায় এখন থেকে রাত কাটাতে পারবেন পর্যটকরা!
advertisement
স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, বিদ্যুৎ দফতরের কথা অনুযায়ী সেখানে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন সংক্রান্ত সমস্যা হওয়ার কারণেই সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে বারবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। অন্যদিকে রাত্রে বিদ্যুতের সমস্যা দেখা দিলে, তা মেরামত করার জন্য বিদ্যুৎ দফতরের কোনও কর্মীকে পাওয়া যাচ্ছে না। ফলে এই গরমে বিদ্যুৎ ছাড়া দীর্ঘ সময় থাকতে হচ্ছে এলাকার মানুষকে।
advertisement
স্থানীয়রা বলছেন, এই গরমে বড় মানুষ তো তাও একটু কষ্ট সহ্য করতে পারছেন। কিন্তু বাড়িতে বিদ্যুৎ না থাকলে সবথেকে বেশি সমস্যা হচ্ছে শিশু এবং প্রবীণ সদস্যদের। স্থানীয়রা বলছেন, বারবার এই নিয়ে বিদ্যুৎ দফতরের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। যে কারণে তাঁরা বিদ্যুৎ দফতরের কর্মীদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2024 7:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Load Shedding: এই গরমে যখন তখন লোডশেডিং! দম বেরিয়ে যাওয়ার জোগাড় এখানকার মানুষের