পাওয়ার গ্রিড অবস্থান বদল ভাঙড়বাসীর, বিধানসভায় দাবি বিদ্যুৎমন্ত্রীর

Last Updated:

পরিস্থিতি বদলাচ্ছে ভাঙড়ে। পাওয়ার গ্রিডের প্রয়োজনীয়তা বোঝায় অনেকেই অনড় অবস্থান থেকে সরে আসছেন।

#ভাঙড়: পরিস্থিতি বদলাচ্ছে ভাঙড়ে। পাওয়ার গ্রিডের প্রয়োজনীয়তা বোঝায় অনেকেই অনড় অবস্থান থেকে সরে আসছেন। বিধানসভায় এমনটাই দাবি বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ফোন করে ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে পরিস্থিতি জানতে চেয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী। যদিও ভাঙড় নিয়ে শোভনদেবের বিরুদ্ধে মিথ্যে বলার অভিযোগ বাম দলনেতার।
পাওয়ার গ্রিড নিয়ে অনড় অবস্থান থেকে কি সরে আসছে ভাঙড়ে আন্দোলনকারীরা? এই নিয়েই বিধানসভায় জোর তরজা।
পাওয়ার গ্রিড বিরোধিতায় দফায় দফায় আন্দোলন। সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ঘোষণা করেছিলেন, ভাঙড়বাসী না চাইলে পাওয়ার গ্রিড হবে না। প্রয়োজনে বিকল্প ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভাঙড়বাসীকে বোঝাতে শুরু হয় বিভিন্ন পদক্ষেপ।
advertisement
advertisement
বিজ্ঞানী ও পরিবেশবিদদের মাধ্যমে সচেতনতা অভিযান
রাজনৈতিক সভা ও জনসংযোগের মাধ্যমে পাওয়ার গ্রিডের প্রয়োজনীয়তা বোঝানো
জমির ওপর দিয়ে তার গেলে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত
এসব কারণেই পাওয়ার গ্রিড নিয়ে মানুষের মতবদল বলে দাবি রাজ্য সরকারের। পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে বহিরাগতদের ইন্ধন নিয়েও সরব বিদ্যুৎমন্ত্রী।
ভাঙড়ের পাওয়ার গ্রিড নিয়ে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীও। পাওয়ার গ্রিড রূপায়িত হলে উন্নয়নে গতি বাড়বে। এব্যাপারে রাজ্যের পাশে থাকার আশ্বাস মোদি সরকারের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাওয়ার গ্রিড অবস্থান বদল ভাঙড়বাসীর, বিধানসভায় দাবি বিদ্যুৎমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement