এইভাবে আর কতদিন! মুর্শিদাবাদ সীমান্তে জলযন্ত্রণায় জীবন অতিষ্ট, ভরসা একমাত্র নৌকা

Last Updated:

টানা বৃষ্টির জলে পদ্মা নদীতে জলস্তর বৃদ্ধি হয়েছে। ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সীমান্ত লাগোয়া গ্রামের মানুষ থেকে চাষিরা। নেই কোনও রাস্তাঘাট। একমাত্র ভরসা নৌকো।

+
টানা

টানা বৃষ্টিতে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা।

জলঙ্গি: দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ। আর সেই বর্ষণের কারনেই নৌকা একমাত্র ভরসা সীমান্তের বাসিন্দাদের। কারণ জল পেড়িয়ে যেতে হচ্ছে স্কুল থেকে নিজের কাজ, সর্বত্রই। জল যন্ত্রণা নিত্য সঙ্গী জলঙ্গির বেশ কিছু চর এলাকা।
ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক। আর জলঙ্গি ব্লকের মধ্যেই অবস্থিত চর পরশপুর, উদয়নগর , হিন্দু কলোনি সহ প্রায় তিন থেকে চারটি গ্রামের বসবাস। সীমান্তবর্তী গ্রাম হলেও কয়েকদিনের টানা বৃষ্টির জলে পদ্মা নদীতে জলস্তর বৃদ্ধি হয়েছে। আর জলস্তর বৃদ্ধি হতেই ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সীমান্ত লাগোয়া গ্রামের মানুষ থেকে চাষিরা। নেই কোনও রাস্তাঘাট। একমাত্র ভরসা নৌকো।
advertisement
আরও পড়ুন : গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির? আসল সত্যি যা জানা গেল…
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয়দের শুধুমাত্র নৌকার ওপর ভরসা করে দিনে পর দিন যাতায়াত করতে হয়। ভোটের সময় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিলেও, সেই প্রতিশ্রুতি কোনও ভাবেই সফল হয় না। স্থানীয় আশা কর্মীদের দাবি, অনেক গর্ভবতী মহিলাদের নৌকায় করে নিয়ে যেতে অনেক সমস্যার মুখে পড়েন তারা। রাত্রিবেলায় কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেই সেখানেও সমস্যা।
advertisement
advertisement
আরও পড়ুন : আজ জাতীয় সূর্যমুখী ফুল দিবস, কেন পালন করা হয় জানেন? কারণ চমকে দিতে পারে!
কারণ, মূল ভূখণ্ডে আসতে তাদের সময় লাগে প্রায় এক ঘন্টারও বেশি। চর উদয়নগর থেকে ফরাজীপাড়া ফেরিঘাট পাঁচ কিলোমিটার। আর সেই রাস্তা পার করে আসতে হয় তাদের। আর এই জলস্তর বৃদ্ধির কারণে এলাকায় নেই কোনও স্বাস্থ্যব্যবস্থা। আর তাতেই চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকার সাধারণ মানুষকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমনকি গ্রামে নেই কোনও ভাল স্কুল। ছাত্র-ছাত্রীদের ও আসতে হয় নৌকা মাধ্যমেই। স্কুল পড়ুয়াদের কবে এই সমস্যার সমাধান হবে, এখনও সেদিকেই তাকিয়ে সীমান্তের সাধারণ মানুষজন। এই বিষয়ে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী বলেন, প্রত্যেক বছরই এই সময়তে জল বৃদ্ধি হয়। আমরা বিষয়টি নিয়ে জেলা স্তরে কথা বলেছি।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এইভাবে আর কতদিন! মুর্শিদাবাদ সীমান্তে জলযন্ত্রণায় জীবন অতিষ্ট, ভরসা একমাত্র নৌকা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement