পোষা পায়রা ধরে রান্না করে খেয়ে নিল ভাই, প্রতিবাদ করায় দাদা-বৌদিকে মারধর
Last Updated:
#ক্যানিং: পায়রা ধরে খেয়ে নেওয়ার প্রতিবাদ করায় দাদা ও বৌদিকে মারধোর করার অভিযোগ খুঁড়তুতো ভাইদের বিরুদ্ধে । আহত উভয় পক্ষের দুই মহিলাসহ চার জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর রেদখালি গ্রামে।
অভিযোগ, গতকাল দুপুরে ও সন্ধ্যার সময় দাদা কোমল মন্ডলের পোষা পায়রা খুঁড়তুতো ভাই অশোক মন্ডল ও সুশান্ত ও নেপালরা ধরে রান্না করে খেয়ে নেয়। তখন বৌদি প্রতিমা মন্ডল এই ঘটনার প্রতিবাদ করলে রাত্রে অভিযুক্তরা মদ্যপ অবস্থায় বাড়িতে চড়াও হয়ে দাদা ও বৌদিকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। যদিও পায়রা ধরে রান্না করে খাওয়ার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার অভিযুক্তদের মায়ের। ক্যানিং থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে ক্যানিং থানার পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2019 11:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পোষা পায়রা ধরে রান্না করে খেয়ে নিল ভাই, প্রতিবাদ করায় দাদা-বৌদিকে মারধর