Durga Puja 2024: ভিন রাজ্যের বাজবে বাংলার ঢাক, প্রস্তুত ঢাকিরা

Last Updated:

Durga Puja 2024: দুর্গাপুজো এলেই খুশির বার্তা আসে ঢাকিপাড়ায়। ভিন রাজ্য সহ নেপাল, ভুটান থেকে পুজোয় ঢাক বাজানোর জন্য ডাক পেয়েছেন। ফলে এক বছর আগে তুলে রাখা ঢাক নামিয়ে শেষবারের মত প্রস্তুতি সেরে নিচ্ছেন ঢাকিরা

+
শেষ

শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঢাকিরা

পূর্ব মেদিনীপুর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, দোরগোড়ায়। সেজে উঠেছে প্রকৃতি। শরতের নীল আকাশের বুকে সাদা নিখিল আসা-যাওয়া ও কাশফুল আগমনীর বার্তা দিচ্ছে। শরতের প্রকৃতি দেখলেই উৎসবের মেজাজ যেন দ্বিগুণ বেড়ে যায়। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঢাকের আওয়াজ ছাড়া সম্ভব না। দুর্গাপুজো এলেই খুশির বার্তা আসে ঢাকিপাড়ায়। ভিন রাজ্য সহ নেপাল, ভুটান থেকে পুজোয় ঢাক বাজানোর জন্য ডাক পেয়েছেন। ফলে এক বছর আগে তুলে রাখা ঢাক নামিয়ে শেষবারের মতো প্রস্তুতি সেরে নিচ্ছেন ঢাকিরা।
আরও পড়ুন: এখনও বন্যার জলে ভাসছে বাংলার এই জেলা, পুজোর মুখে হতাশা দূর্গতদের
ঢাকের বোলে জীবন চলে। কথাটা ঢাকিদের কাছে অক্ষরে অক্ষরে সত্যি! ঢাকিরা মুখিয়ে থাকেন, উৎসব কবে শুরু হবে, কবে হাতে লক্ষ্মী আসবে। গ্রাম থেকে শহরে আসার জন্য তোড়জোড়। এখন তাই মহড়া চালাচ্ছেন ঢাকিরা। সারা রাজ্যের ঢাকিরাই চাইছেন, উৎসবের আনন্দমুখর অঙ্গনে সাড়া ফেলতে। কারণ ঢাকের বোল ফুটলে তবেই তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার ভরে ওঠে। পাশাপাশি, সারা বছরের অর্থের খরা দূর হয়ে রোজগারে জোয়ার আসে। পরিবার, স্বজনকে ছেড়ে লক্ষ্মী লাভের আশায় রাজ্য এবং শহরতলিতে এমনকি ভিন রাজ্যে পাড়ি দেন ঢাকিরা। পুজোর দিকে তাকিয়েই স্বপ্ন বোনেন ঢাকিরা। ঠিকমত বায়না এলে সংসারের অভাব কাটে। স্ত্রী-সন্তানের মুখে ফোটে হাসি।
advertisement
আরজি কর ঘটনাকে কেন্দ্র করে পুজো অনাড়ম্বর অন্যদিকে বন্যার কারণেরাজ্যের অনেকে পুজো উদ্যোগতারা অনাড়ম্বর ভাবে পুজো সারতে চাইছেন। ফলে বুকিং কম হওয়ায় ভিন রাজ্যের পুজোয় পাড়ি দিচ্ছেন ঢাকিরা। পরিবারের মুখে দু’মুঠো খাওয়ার তুলে দিতে পুজোর পাঁচটা দিন পরিবারের লোকদের ফেলে পাড়ি দিতে হবে ভিন রাজ্যে। এমন পরিস্থিতি অধিকাংশ ঢাকিদের চোখে জল চলে আসে। যতই বাধা বিপত্তি আসুক পরিবারের কথা ভেবে মণ্ডপে ঢাক নিয়ে যেতে হবে৷ এ বিষয়ে ঢাকি শ্যামল বারিক জানান, ‘ পুজোর সময় বাড়ি ছেড়ে বাইরে যেতে মন খারাপ লাগে। এ বছর আবার বন্যা পরিস্থিতি। কিন্তু কিছু করার নেই সারা বছরের রোজগার এই পুজোর সময়। তাই বাড়ি ছেড়ে শুধু মুম্বাই পাড়ি দিতে হবে ঢাক বাজানোর উদ্দেশ্যে।’
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কেলোমাল এলাকার ঢাকিরা কেউ জেলার মধ্যে, কেউ বা রাজ্যের মধ্যে, আবার কেউ মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর সহ নেপাল ও ভুটানে দুর্গাপুজোয় ঢাক বাজাতে যান। বাড়তি রোজগারের আশায় ঘর সংসার ফেলে দুর্গাপুজোয় ঢাক বাজাতে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত ঢাকিরা। কারণ বাইরে ঢাক বাজাতে গেলে আয় হয় বেশি। ঢাকি পাড়ার ঢাকিরা প্রস্তুত পুজোর কয়েকটা দিন নিজের ঢাকের আওয়াজ তুলতে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: ভিন রাজ্যের বাজবে বাংলার ঢাক, প্রস্তুত ঢাকিরা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement