জেলাজুড়ে ফের রেশন কার্ড নিয়ে বড়সড় গোলমালের হদিশ

Last Updated:

জেলাজুড়ে ফের রেশন নিয়ে বড়সড় গোলমালের হদিশ ৷ তালিকা থেকে বাদ চলে গিয়েছে বহু গ্রাহকের নাম ।

#বাঁকুড়া: জেলাজুড়ে ফের রেশন নিয়ে বড়সড় গোলমালের হদিশ ৷ তালিকা থেকে বাদ চলে গিয়েছে বহু গ্রাহকের নাম । রেশন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা ।
২০০৮ সালে বাঁকুড়া জেলাতেই প্রথম জ্বলে উঠেছিল রেশন আন্দোলনের আগুন । পরবর্তীকালে তা ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যত্রও । এবার সেই রেশন সরবরাহ নিয়েই বড়সড় গণ্ডগোলের হদিশ মিলল বাঁকুড়া জেলাতে ।
সম্প্রতি খাদ্য দফতরের প্রকাশিত অনলাইন গ্রাহক তালিকায় বাদ পড়েছে জেলার হাজার হাজার মানুষ । রেশন না পেয়ে শুরু হয়েছে বিক্ষোভও । গত কয়েক সপ্তাহ ধরে রেশন দ্রব্য না মেলায় মঙ্গলবার বাঁকুড়া ১ নম্বর ব্লকের খাদ্য সরবরাহ দফতরে মোলবনা গ্রামের গ্রাহকদের ক্ষোভ আছড়ে পড়ে । দীর্ঘক্ষণ ধরে তাঁরা বিক্ষোভ দেখান ওই দফতরে ।
advertisement
advertisement
বাঁকুড়া এক নম্বর ব্লকের মোলবনা গ্রামে রাজ্য খাদ্য সাথী যোজনায় রেশন গ্রাহকের সংখ্যা সব মিলিয়ে ৬৯৪ জনের কাছাকাছি । প্রায় সকলেরই ডিজিটাল রেশন কার্ড মেলায় এতদিন ধরে রেশন পেতে কোনও সমস্যা হয়নি । মাস খানেক আগে আচমকাই ওই গ্রামের রেশন ডিলার জানিয়ে দেন খাদ্য দফতরের সদ্য প্রকাশিত তালিকায় মাত্র ৩৬ জন গ্রাহকের নাম থাকায় বাকিরা আর রেশন পাবেন না । এরপরই রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করে । এই ঘটনা শুধু মোলবনা গ্রামের ক্ষেত্রেই হয়েছে এমনটা নয় । রেশন ডিলার অ্যাসোসিয়েশনের দাবি খাদ্য দফতরের সদ্য প্রকাশিত অনলাইন গ্রাহক তালিকায় জেলার বহু রেশন দোকানেই আশ্চর্যজনক ভাবে কমে গিয়েছে গ্রাহকের সংখ্যা ।
advertisement
তালিকায় গ্রাহক সংখ্যা কমে যাওয়ায় দোকান গুলিতে বরাদ্দের পরিমাণও কমেছে । ফলে ডিজিটাল রেশন কার্ড থাকা স্বত্বেও তালিকায় নাম না থাকায় ওই গ্রাহকদের রেশন দ্রব্য দেওয়া যাচ্ছে না । জেলা খাদ্য দফতরে এনিয়ে একাধিক অভিযোগ জমা পড়তেই নড়ে চড়ে বসেছে খাদ্য দফতর । ক্যামেরার সামনে খাদ্য দফতরের আধিকারিকরা মুখ খুলতে না চাইলেও জানা গিয়েছে বিষয়টি ইতিমধ্যেই লিখিত ভাবে রাজ্য স্তরে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন । তালিকায় বাদ পড়ে যাওয়া গ্রাহকরা সত্যি সত্যি বাদ পড়েছে নাকি অন্য কোনও ডিলারের তালিকায় চলে গিয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে  ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলাজুড়ে ফের রেশন কার্ড নিয়ে বড়সড় গোলমালের হদিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement