Ratha Yatra: রথযাত্রার এ এক অন্য ছবি! বর্ধমানের এক গ্রামেই তৈরি হচ্ছে ৪০ হাজার জগন্নাথ, বলরাম, সুভদ্রা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Ratha Yatra: বর্ধমানের একটি গ্রামেই তৈরি হচ্ছে ৪০ হাজার জগন্নাথ, বলরাম, সুভদ্রা! জানেন এত এত মূর্তি নিয়ে কি করেন বসিন্দারা
পূর্ব বর্ধমান: রথযাত্রা উপলক্ষ্যে বর্ধমানের নতুনগ্রামের শিল্পীদের ব্যস্ততা বর্তমানে তুঙ্গে। সম্পূর্ণ গ্রাম জুড়ে তৈরি হচ্ছে প্রায় ৪০ হাজার জগন্নাথ। নতুনগ্রামের তৈরি এইসকল জগন্নাথ পাড়ি দেবে কলকাতা সহ আরও বিভিন্ন জায়গায়। গ্রামের প্রত্যেক শিল্পী এখন ব্যস্ত জগন্নাথ তৈরিতে। গ্রামে প্রবেশ করলেই দেখা যাবে প্রায় প্রত্যেক বাড়িতেই শিল্পীরা জগন্নাথ মূর্তি তৈরি করছেন। তবে শুধু পুরুষরা নয়, এই কাজে হাত লাগিয়েছেন বাড়ির বধূরাও। প্রত্যেক বছরই রথযাত্রা উপলক্ষ্যে হাজার হাজার জগন্নাথ তৈরি হয় নতুনগ্রাম জুড়ে।
কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিয়ে শিল্পীরা রথযাত্রার দুদিন আগে পাড়ি দেন রাজ্যের বিভিন্ন জায়গায়। লক্ষ্মীলাভের আশায় সারা বছর অপেক্ষায় থাকেন গ্রামের শিল্পীরা। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের নতুনগ্রামের শিল্পী কেশব ভাস্কর বলেন, “আমরা এখন শুধু কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি করি। গ্রামের ঘরে ঘরে পুতুল তৈরি হচ্ছে। গ্রামজুড়ে হাজার হাজার পুতুল তৈরি হচ্ছে এখন। আমরা চন্দননগর, কলকাতা, নাগেরবাজার, শ্রীরামপুর সহ বিভিন্ন জায়গায় যাব পুতুল বিক্রির জন্য।”
advertisement
advertisement
সাধারণত বর্ধমানের নতুনগ্রামে শিল্পীরা কাঠের পেঁচা, গৌর নিতাই, ফার্নিচার সহ বিভিন্ন আধুনিক জিনিসও তৈরি করেন। বর্তমানে ভাল কদর বেড়েছে এই গ্রামের শিল্পীদের। এখনকার তৈরি জিনিস এখন বিদেশেও পাড়ি দেয়। আবার অনেকসময় বিদেশীরাও আসেন বর্ধমানের এই গ্রামে। তবে বছরের অন্যান্য সময় শিল্পীরা বিভিন্ন জিনিস তৈরি করলেও, রথযাত্রার আগের এই সময়টায় ব্যস্ত থাকেন জগন্নাথ মূর্তি তৈরিতে। ছোট থেকে বড় নানা মাপের মূর্তি তৈরি করেন শিল্পীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে নতুনগ্রামের মহিলা শিল্পী পূর্ণিমা ভাস্কর বলেন, “সংসারের কাজ সামলানোর পরেও এই পুতুল তৈরি করতে হয়। রথের সময় বিক্রিও ভাল হয়, আমাদেরও ভালই উপার্জন হয়। রথে চাহিদা ভালই থাকে এই পুতুলের। বহু বছর ধরে এই কাজ করছি।” ৩০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার বেশি দামেরও মূর্তি তৈরি করেন শিল্পীরা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটে মূর্তি সেট হিসেবেও বিক্রি করা হয়। সবমিলিয়ে বর্তমানে ব্যস্ততার সঙ্গেই দিন কাটছে শিল্পীদের। রথযাত্রার প্রস্তুতি চলছে জোরকদমে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 9:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ratha Yatra: রথযাত্রার এ এক অন্য ছবি! বর্ধমানের এক গ্রামেই তৈরি হচ্ছে ৪০ হাজার জগন্নাথ, বলরাম, সুভদ্রা