Jatra Booking: কয়েক ঘণ্টাতেই কোটি কোটি টাকা! রথযাত্রার দিনেই লটারি লাগল যাত্রাশিল্পে! আশার আলো শিল্পীদের চোখেমুখে

Last Updated:

Jatra Booking: শুধু রথের দিন বিভিন্ন যাত্রাদল মিলিয়ে ৫০০০ হাজার পালা বুকিং হল। রথের দিনেই কয়েক কোটি টাকার যাত্রাপালা ব্যবসা হল নন্দকুমারে।

+
যাত্রাপালা

যাত্রাপালা বুকিং কাউন্টারে ভিড়

নন্দকুমার:  হাল ফিরছে যাত্রাশিল্পের! অন্তত এবার রথ থেকে যাত্রা শিল্পে বুকিং সেই কথা বলছে। গ্রামবাংলা তথা বাঙালির প্রাচীন বিনোদনের মাধ্যম যদি কিছু থাকে তা হল যাত্রাশিল্প। এই যাত্রা শিল্পের বিস্তার ও ব্যাপ্তি বাঙালির মননে। একসময় কলকাতার বিখ্যাত যাত্রাপালা পাশাপাশি বিভিন্ন জেলার যাত্রাপালাগুলি উৎসব অনুষ্ঠানে গ্রামেগঞ্জে রমরমিয়ে অনুষ্ঠিত হত। টিকিট কেটেও মানুষ যাত্রাপালা শোনার হুড়োহুড়ি পড়ে যেত। কিন্তু একটা সময় পর যাত্রাশিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সাধারণ মানুষ। কিন্তু আবারও সেই পুরানো উন্মাদনা দেখা যাচ্ছে যাত্রাশিল্পে। সাধারণত প্রতিবছর রথে বিভিন্ন যাত্রা দল তাদের নতুন বছরের যাত্রাপালার বুকিং শুরু করে।
চলতি বছরে কলকাতার পাশাপাশি জেলার প্রতিটি যাত্রাপালার বুকিং অনেকটাই বেড়েছে। আর তাতে খুশি যাত্রা শিল্পের সঙ্গে জড়িতে থাকা মানুষজন। তারা আশাবাদী যাত্রাশিল্প নিয়ে মানুষের পুরানো আবেগ আগের মতই ফিরে আসবে। রথ থেকে উল্টোরথ এই সময় যাত্রাপালা বুকিং করলে বিশেষ ছাড় পাওয়া যায়। তাই বর্তমানে যাত্রা বুকিং অফিসে বিভিন্ন দুর্গাপুজো কমিটি ও অন্যান্য অনুষ্ঠান কমিটির চোখে পড়ার মত। যাত্রাপালা বুকিং এর ভিড় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শ্রীধরপুরে বিভিন্ন যাত্রা বুকিং অফিসে সকাল থেকে রাত্রি ভিড় যাত্রা বুকিংয়ে। কলকাতার চিৎপুরের পর পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার যাত্রা বুকিং এর দ্বিতীয় স্থান অধিকার করে আসছে বিগত কয়েক বছর ধরে।
advertisement
advertisement
২৭ জুন শুক্রবার রথের দিন নন্দকুমার এ যাত্রা বুকিং অফিসগুলিতে চরম ব্যস্ততা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে পুজো কমিটি, বিভিন্ন সংস্থার যাত্রা বুকিং করছে এদিন। কলকাতা সহ জেলার প্রতিটি যাত্রা দলের এবারের যাত্রাপালা বুকিং চলছে ভাল মতই। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী হাওড়া, ২৪ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে বহু আয়োজক কমিটি যাত্রাপালা বুকিং এর জন্য এসেছেন। যাত্রাপালা বুকিং অফিসের মালিক অক্ষয় মাইতি জানান, ‘শুধু রথের দিন বিভিন্ন যাত্রাদল মিলিয়ে ৫০০০ হাজার পালা বুকিং হল। রথের দিনেই কয়েক কোটি টাকার যাত্রাপালা বুকিং হচ্ছে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যাত্রা বুকিং সেন্টারের মালিক অক্ষয় দুয়ারী জানান, কলকাতা থেকে নন্দকুমারে যাত্রাপালা বুকিং করলে অনেক সুবিধে পাওয়া যায়। দীর্ঘ ১০ বছর ধরে নন্দকুমারে এই যাত্রা বুকিং অফিস রয়েছে। এবছর খুব ভালই সাড়া পড়েছে। যাত্রা শিল্পীরা মনে করেন পূর্ব মেদিনীপুরের যাত্রা অনুরাগের সংখ্যা অনেক বেশি। তাই বেশ কয়েক মাস আগে থেকেই এই রথযাত্রার দিনে বিভিন্ন পুজো কমিটি বা সংস্থা বুকিং করে রাখেন। সব মিলিয়ে যাত্রা দলের বুকিং ভালই পরিমাণ হচ্ছে। আর তাতেই যাত্রা দলের মালিক থেকে দল ম্যানেজার এমনকি বুকিং অফিসের লোকজনেরাও খুশি।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jatra Booking: কয়েক ঘণ্টাতেই কোটি কোটি টাকা! রথযাত্রার দিনেই লটারি লাগল যাত্রাশিল্পে! আশার আলো শিল্পীদের চোখেমুখে
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement