Rath Yatra 2021: রথ নেই, Santro গাড়ি চেপেই ঘুরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা!
- Published by:Pooja Basu
Last Updated:
গত বছরের মতো এবছরও হেতমপুর রাজবাড়ি থেকে রথ না পেয়ে, এই দ্বিতীয়বার গৌরাঙ্গ মঠের পক্ষ থেকে রথের দিন স্যান্ট্রো গাড়ি (Jagannath in Santro)করে মঠ চত্বরে ঘোরানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে।
#বীরভূম: রথ নেই তাই Santro গাড়িতে চেপেই ঘুরলেন জগন্নাথ , বলরাম সুভদ্রা! বীরভুমের দুবরাজপুরের (Birbhum Dubrajpur) গৌড়াঙ্গ মঠে। এত বছর ধরে যে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা (Jagannath, Balaram, Subhadra in Santro Car) চাপতেন অর্থাৎ যে রথটি সুদূর ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল, সেটি অত্যাধুনিক পিতলের হেতমপুর রাজবাড়িব রথ। এই রথে ছিল স্টিয়ারিং, ব্রেক, সকার সহ অন্যান্য যন্ত্রপাতি যা একটা গাড়িতেও থাকে। রথ না পেয়ে তাই একই রকম বৈশিষ্ট্যপূর্ণ গাড়িকেই রথ হিসাবে ব্যবহার করা হয়েছে। কারণ রথের চাকা আছে গাড়িরও চাকা আছে, রথের স্টিয়ারিং আছে গাড়িরও স্টিয়ারিং আছে। রথের ব্রেক আছে গাড়িরও ব্রেক আছে। রথের সকার আছে গাড়িরও সকার আছে। পাশাপাশি রথ টানার জন্য যেমন রশি বা দড়ি থাকে, সেইরকম গাড়িতেও রশি বা দড়ি বাধা হয়েছিল ভক্তদের টানার জন্য। যা টানলেন মঠের আবাসিকরা!
তবে করোনার জেরে ভক্তদের আসতে নিষেধ করা হয়েছে। বসেনি একদিনের গ্রাম মেলাও। হেতমপুর রাজবাড়ির পাশেই রয়েছে গৌরাঙ্গ মন্দির, যা রাজাদের আমলে তৈরি। রাজবাড়ির আর্থিক অবস্থা খারাপের কারণে ২০০৭ সালে কুমার মাধবী রঞ্জন চক্রবর্তী ও সুরঞ্জন চক্রবর্তী গৌরাঙ্গ মন্দিরটি গৌরাঙ্গ মঠের হাতে তুলে দেন। তবে ডিড অনুয়ায়ী মন্দির সুদ্দ জগনাথ , বলরাম সুভদ্রা হস্তাস্তর হলেও ডিডে রথের কথা লেখা না থাকায় তা রাজবাড়িতেই পরে রয়েছে। আর এখানেই প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে হয় রথযাত্রা।
advertisement
তবে গত বছরের মতো এবছরও হেতমপুর রাজবাড়ি থেকে রথ না পেয়ে, এই দ্বিতীয়বার গৌরাঙ্গ মঠের পক্ষ থেকে রথের দিন স্যান্ট্রো গাড়ি করে মঠ চত্বরে ঘোরানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। ভক্তদের দর্শনের জন্য বেশ কিছুক্ষণ মন্দিরের বাইরে বের করে রাখা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। রাজবাড়ি থেকে রথ না পাওয়ার পর স্যান্ট্রো গাড়ি বেছে নেওয়ার পিছনে কি কারণ রয়েছে তা সম্পর্কে হেতমপুর গৌরাঙ্গ মঠের সভাপতি ভক্তি বাড়িদি ত্রিদন্ডী মহারাজ জানান, এত বছর ধরে যে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা চাপতেন অর্থাৎ যে রথটি সুদূর ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল সেটি অত্যাধুনিক পিতলের রথ। এই রথে ছিল স্টিয়ারিং, ব্রেক, সকার সহ অন্যান্য যন্ত্রপাতি রয়েছে যা একটা গাড়িতেও থাকে। রথ না পেয়ে তাই একই রকম বৈশিষ্ট্যপূর্ণ গাড়িকেই রথ হিসাবে ব্যবহার করা হয়েছে। গৌড়ীয় সমিতির সম্পাদক শ্রী ভক্তিবারিদি ত্রিদন্ডী মহারাজ জানিয়েছেন, যতদিন রথ না পাওয়া যাবে ততদিন এভাবেই গাড়িতেই ঘুরবেন হবে জগন্নাথ, বলরাম শুভদ্রাকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2021 6:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2021: রথ নেই, Santro গাড়ি চেপেই ঘুরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা!