Tamluk theft: ক্যাশ বাক্স ফাঁকা! কোনও মানুষ নয়, সিসিটিভি-তে চোরের ছবি দেখে হতভম্ব তমলুকের ব্যবসায়ী
- Published by:Debamoy Ghosh
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
তমলুকের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সের এক ভুষিমাল দোকানের ঘটনা। রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ ১৪ থেকে ১৫ হাজার টাকা রেখে বাড়ি গিয়েছিলেন ব্যবসায়ী।
তমলুক: জিনিসপত্র বিক্রি করে পাওয়া অর্থ দোকানের ক্যাশ বাক্সে রেখেই চলে গিয়েছিলেন দোকানের মালিক। সকালে এসে দেখেন ক্যাশ বাক্সে টাকা নেই। এতো হাজার টাকা গেলো কথায়। দোকানের কর্মচারীদের জিজ্ঞেস করেন, তাঁরা টাকা নিয়েছে কি না। তাঁরা জানায় তারা টাকা নেয়নি। এতোগুলা টাকা গেলো কোথায়, চিন্তায় পড়ে যান দোকানের মালিক।
শেষমেশ দোকানের একটি কোন থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া ১২ হাজার ৭০০ টাকা। বাকি টাকা ক্যাশ বাক্সেই রয়েছে।
advertisement
তমলুকের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সের এক ভুষিমাল দোকানের ঘটনা। রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ ১৪ থেকে ১৫ হাজার টাকা রেখে বাড়ি গিয়েছিলেন ব্যবসায়ী। সকালে দোকান খুলে চোখ কপালে। ক্যাশবাক্স ফাঁকা। কোনও টাকা নেই। সামান্য কিছু টাকা পড়ে রয়েছে। খবর পাওয়ার পর আশপাশের দোকানদাররা ভিড় জমান।
advertisement
চোরকে চিহ্নিত করতে চালিয়ে দেখা হয় সিসিটিভি-র রেকর্ডিং। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় সারা রাতের ফুটেজ। দেখা গেল চোর বাবাজিটি আর কেউ নয়, বেশ হৃষ্টপুষ্ট সাইজের একটি ইঁদুর। ক্যাশবাক্সে যে সামান্য একটু ফাঁক রয়েছে, সেটি দিয়েই মুখ গলিয় নোট বের করছে। কখনও একটা। কখনও এক গোছা। তারপর তা মুখে করে তড়বড় করে চারপেয়ে হেঁটে যাচ্ছে দোকানের এক কোণে। সেখানে গচ্ছিত রাখছে সেই টাকা। যাচ্ছে আর আসছে। এই করতে করতে ক্যাশবাক্স প্রায় ফাঁকা।
advertisement
এর পর খোঁজ খোঁজ। ইঁদুরের সেই গোপন ভল্টের সন্ধান অবশেষে মিলল। পাওয়া গেল ১২ হাজার ৭০০ টাকাও। সিদ্ধিদাতার বাহন বলেই বোধহয় ব্যবসায়ী অমলকুমার খুব একটা আমল দিলেন না বিষয়টিকে। বললেন সবই গনেশের ইচ্ছা!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
April 01, 2023 4:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tamluk theft: ক্যাশ বাক্স ফাঁকা! কোনও মানুষ নয়, সিসিটিভি-তে চোরের ছবি দেখে হতভম্ব তমলুকের ব্যবসায়ী