Tamluk theft: ক্যাশ বাক্স ফাঁকা! কোনও মানুষ নয়, সিসিটিভি-তে চোরের ছবি দেখে হতভম্ব তমলুকের ব্যবসায়ী

Last Updated:

তমলুকের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সের এক ভুষিমাল দোকানের ঘটনা। রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ ১৪ থেকে ১৫ হাজার টাকা রেখে বাড়ি গিয়েছিলেন ব্যবসায়ী।

ক্যাশ বাক্স থেকে উধাও হাজার হাজার টাকা!
ক্যাশ বাক্স থেকে উধাও হাজার হাজার টাকা!
তমলুক: জিনিসপত্র বিক্রি করে পাওয়া অর্থ দোকানের ক্যাশ বাক্সে রেখেই চলে গিয়েছিলেন দোকানের মালিক। সকালে এসে দেখেন ক্যাশ বাক্সে টাকা নেই। এতো হাজার টাকা গেলো কথায়। দোকানের কর্মচারীদের জিজ্ঞেস করেন, তাঁরা টাকা নিয়েছে কি না। তাঁরা জানায় তারা টাকা নেয়নি। এতোগুলা টাকা গেলো কোথায়, চিন্তায় পড়ে যান দোকানের মালিক।
শেষমেশ দোকানের একটি কোন থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া ১২ হাজার ৭০০ টাকা। বাকি টাকা ক্যাশ বাক্সেই রয়েছে।
advertisement
তমলুকের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সের এক ভুষিমাল দোকানের ঘটনা। রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ ১৪ থেকে ১৫ হাজার টাকা রেখে বাড়ি গিয়েছিলেন ব্যবসায়ী। সকালে দোকান খুলে চোখ কপালে। ক্যাশবাক্স ফাঁকা। কোনও টাকা নেই। সামান্য কিছু টাকা পড়ে রয়েছে। খবর পাওয়ার পর আশপাশের দোকানদাররা ভিড় জমান।
advertisement
আরও পড়ুন: বড় কেলেঙ্কারি! বিক্রি হয়ে গেল আস্ত সরকারি স্কুল, উচ্ছেদের নোটিশ শিক্ষকদের
চোরকে চিহ্নিত করতে চালিয়ে দেখা হয় সিসিটিভি-র রেকর্ডিং। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় সারা রাতের ফুটেজ। দেখা গেল চোর বাবাজিটি আর কেউ নয়, বেশ হৃষ্টপুষ্ট সাইজের একটি ইঁদুর। ক্যাশবাক্সে যে সামান্য একটু ফাঁক রয়েছে, সেটি দিয়েই মুখ গলিয় নোট বের করছে। কখনও একটা। কখনও এক গোছা। তারপর তা মুখে করে তড়বড় করে চারপেয়ে হেঁটে যাচ্ছে দোকানের এক কোণে। সেখানে গচ্ছিত রাখছে সেই টাকা। যাচ্ছে আর আসছে। এই করতে করতে ক্যাশবাক্স প্রায় ফাঁকা।
advertisement
এর পর খোঁজ খোঁজ। ইঁদুরের সেই গোপন ভল্টের সন্ধান অবশেষে মিলল। পাওয়া গেল ১২ হাজার ৭০০ টাকাও। সিদ্ধিদাতার বাহন বলেই বোধহয় ব্যবসায়ী অমলকুমার খুব একটা আমল দিলেন না বিষয়টিকে। বললেন সবই গনেশের ইচ্ছা!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tamluk theft: ক্যাশ বাক্স ফাঁকা! কোনও মানুষ নয়, সিসিটিভি-তে চোরের ছবি দেখে হতভম্ব তমলুকের ব্যবসায়ী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement