Rare Bird News: কী অদ্ভূত এই পাখি, সুস্থ করে পরিবেশে ফিরিয়ে দিলেন অর্ণব 

Last Updated:

Rare Bird News: এই পাখি সাধারণত আর দেখা যায় না । এদের অস্তিত্ব সংকটের মুখে।

প্রতিবারের মত এবারও এক দারুণ কাজ করলেন অর্ণব
প্রতিবারের মত এবারও এক দারুণ কাজ করলেন অর্ণব
পূর্ব বর্ধমান:  এক দারুণ কাজ করল বর্ধমানের  বার্ড ওয়ান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ার সংস্থা। এর আগে অনেকবার এই সংস্থা পরিবেশের পশু, পাখি এবং প্রাণীদের রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে এই সংস্থার একজন সক্রিয় সদস্য হলেন অর্ণব দাস । পশু-পাখিদের রক্ষার্থে অর্ণবকে বহুবার দেখা গিয়েছে অগ্রণী ভূমিকা পালন করতে । বর্ধমান শহরের মধ্যে কোনও প্রাণী অসুস্থ হলে অথবা কোনও সমস্যা হলে, খবর পেলেই ছুটে যান অর্ণব ।
পশুপাখিদের জন্য যেন এক আলাদা টান রয়েছে অর্ণবের। এছাড়াওপরিবেশ দূষণ মুক্ত রাখতে এবং প্রাণীদের রক্ষা করার জন্য , বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে চলেন অর্ণব। পুরো দায়িত্ত্ব যেন তুলে নিয়েছে তার নিজের কাঁধে।
advertisement
advertisement
প্রতিবারের মত এবারও এক দারুণ কাজ করলেন অর্ণব । প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে, বর্ধমানের কাঞ্চননগরের বাসিন্দা রাজু ভৌমিকের বাড়ি থেকে একটি পাখি উদ্ধার করেন অর্ণব । পাখিটি হল ডুবুরি পাখি বা অনেকে আবার পানডুবি পাখিও বলা হয়েথাকে। এই পাখিটি আমাদের দেশের ন্যাটিভ পাখি । সাধারণত চোরা শিকারিদের দৌরাত্মে এবং জলাশয় নষ্ট হওয়ার কারণে বর্তমানে এদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে । এই পাখিগুলো জলজ পাখি। জলের মধ্যে থাকা গাছ, ব্যাঙ, মাছ খেয়ে এরা জীবনধারণ করে ।
advertisement
প্রসঙ্গত কাঞ্চননগরের রাজু ভৌমিকের বাড়িতে উড়ে এসে হঠাৎ এই পাখিটি অসুস্থ অবস্থায় পড়ে যায় । রাজু ভৌমিক অর্ণবকে খবর দিলে, অর্ণব দ্রুত পাখিটিকে উদ্ধার করে তার সংস্থায়নিয়ে যায় । পাখিটির ট্রিটমেন্ট করার পরআবার পাখিটিকে পরিবেশে ফিরিয়ে দেয় সে । এই সম্পূর্ন বিষয়ে অর্ণব দাস জানিয়েছেন,এই পাখি সাধারণত আর দেখা যায় না । এদের অস্তিত্ব সংকটের মুখে । তাই আমি চেষ্টা করলাম, যেভাবেই হোক পাখিটিকে সুস্থ করে তুলবো। আমি এই কাজ করে সত্যিই খুবই আনন্দিত।এছাড়াও অর্ণব আরও বলেন ,সমাজ রক্ষার্থে আমাদের প্রত্যেকেরই সমাজের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসা দরকার ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী _____
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rare Bird News: কী অদ্ভূত এই পাখি, সুস্থ করে পরিবেশে ফিরিয়ে দিলেন অর্ণব 
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement