Rare Bird News: কী অদ্ভূত এই পাখি, সুস্থ করে পরিবেশে ফিরিয়ে দিলেন অর্ণব
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Rare Bird News: এই পাখি সাধারণত আর দেখা যায় না । এদের অস্তিত্ব সংকটের মুখে।
পূর্ব বর্ধমান: এক দারুণ কাজ করল বর্ধমানের বার্ড ওয়ান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ার সংস্থা। এর আগে অনেকবার এই সংস্থা পরিবেশের পশু, পাখি এবং প্রাণীদের রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে এই সংস্থার একজন সক্রিয় সদস্য হলেন অর্ণব দাস । পশু-পাখিদের রক্ষার্থে অর্ণবকে বহুবার দেখা গিয়েছে অগ্রণী ভূমিকা পালন করতে । বর্ধমান শহরের মধ্যে কোনও প্রাণী অসুস্থ হলে অথবা কোনও সমস্যা হলে, খবর পেলেই ছুটে যান অর্ণব ।
পশুপাখিদের জন্য যেন এক আলাদা টান রয়েছে অর্ণবের। এছাড়াওপরিবেশ দূষণ মুক্ত রাখতে এবং প্রাণীদের রক্ষা করার জন্য , বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে চলেন অর্ণব। পুরো দায়িত্ত্ব যেন তুলে নিয়েছে তার নিজের কাঁধে।
আরও পড়ুন – Danger Alert: বিপদসীমা ছুঁয়েছে মহানন্দা, বৃষ্টির জলে ডুবে শহর, জমা জলে ত্রাণ শিবিরেও সমস্যা
advertisement
advertisement
প্রতিবারের মত এবারও এক দারুণ কাজ করলেন অর্ণব । প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে, বর্ধমানের কাঞ্চননগরের বাসিন্দা রাজু ভৌমিকের বাড়ি থেকে একটি পাখি উদ্ধার করেন অর্ণব । পাখিটি হল ডুবুরি পাখি বা অনেকে আবার পানডুবি পাখিও বলা হয়েথাকে। এই পাখিটি আমাদের দেশের ন্যাটিভ পাখি । সাধারণত চোরা শিকারিদের দৌরাত্মে এবং জলাশয় নষ্ট হওয়ার কারণে বর্তমানে এদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে । এই পাখিগুলো জলজ পাখি। জলের মধ্যে থাকা গাছ, ব্যাঙ, মাছ খেয়ে এরা জীবনধারণ করে ।
advertisement
প্রসঙ্গত কাঞ্চননগরের রাজু ভৌমিকের বাড়িতে উড়ে এসে হঠাৎ এই পাখিটি অসুস্থ অবস্থায় পড়ে যায় । রাজু ভৌমিক অর্ণবকে খবর দিলে, অর্ণব দ্রুত পাখিটিকে উদ্ধার করে তার সংস্থায়নিয়ে যায় । পাখিটির ট্রিটমেন্ট করার পরআবার পাখিটিকে পরিবেশে ফিরিয়ে দেয় সে । এই সম্পূর্ন বিষয়ে অর্ণব দাস জানিয়েছেন,এই পাখি সাধারণত আর দেখা যায় না । এদের অস্তিত্ব সংকটের মুখে । তাই আমি চেষ্টা করলাম, যেভাবেই হোক পাখিটিকে সুস্থ করে তুলবো। আমি এই কাজ করে সত্যিই খুবই আনন্দিত।এছাড়াও অর্ণব আরও বলেন ,সমাজ রক্ষার্থে আমাদের প্রত্যেকেরই সমাজের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসা দরকার ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী _____
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2023 11:43 PM IST