ধর্ষিতার চিকিৎসা না করে থানায় যেতে ‘পরামর্শ’

Last Updated:

ধর্ষিতা নাবালিকা, অমানবিক হাসপাতাল ৷

#হাবড়া: ধর্ষিতা নাবালিকা, অমানবিক হাসপাতাল ৷ নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা না করে তাকে থানায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷অভিযোগ হাবড়া হাসপাতালের বিরুদ্ধে ৷
উওর চব্বিশ পরগনার হাবরা থানারঘটনা ৷ রাধারানী গালর্স হাই স্কুলে পঞ্চম শ্রণির ছাত্রী । বাবা কৃষ্ণ বিশ্বাস পেশায় ভ্যান চালক ৷ মা দিনমজুরের কাজ করেন ৷ বাবা মা দু’জনেই কাজে বেরিয়ে যায় বলে বাচ্দের পাশে মালির ও পিসির বাড়িতে রেখে যেতেন কৃষ্ণবাবু ৷ সেখানেই পাড়া সম্পর্কে এক জ্যেঠুর বাড়িতে মাঝে মাঝেই যেত ১০ বছরের নাবালিকা ৷ কিন্তু সেই সুযোগেই দিনের পর দিন ভয় দেখিয়ে নির্যাতিতাকে ধর্ষন করতেন ওই ব্যক্তি ।
advertisement
বুধবার সকালে মেয়ের শারীরিক কিছু সমস্যা দেখতে পান বাড়ির সদস্যরা। এরপর তাকে জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙ্গে পরে ছোট মেয়েটি ৷  সমস্ত ঘটনা শুনে ছুটে আসে এলাকাবাসীরা । অসুস্থ মেয়েকে তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক থানাজানিয়েছেন এই ধরনের ঘটনায় সবাইকেই প্রথমে মানবিক দিক ভেবে দেখা উচিৎ ৷ তাছাড়া ঘটনাটি খুবই দুঃখজনক ৷  অভিযুক্ত ডাক্তারকে সাবধান করে দেওয়া হয়েছে ৷ পরবর্তীতে আর যেন এইরকম ঘটনা আর না ঘটে তাই অন্যান্য ডাক্তারদেরও নেটিশ দেওয়া হবে। যে কোনও রোগির সবার আগে চিকিৎসা করতে হবে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধর্ষিতার চিকিৎসা না করে থানায় যেতে ‘পরামর্শ’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement