‘তেরি মেরি কাহানি’র পর এবার ‘সাগর কিনারে’ গেয়ে মাত করলেন রাণু মন্ডল ! তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তবে ফের আরও একবার ভাগ্যের চাকা ঘুরল রাণুর । এবার মুম্বই নয় বরং কলকাতার মাটিতে বসেই রূপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন সুপারহিট ‘সাগর কিনারে’ গানটি।
#কলকাতা: ভাগ্যের চাকা কখন কার ঘোরে ৷ কেউ বলতে পারে না ৷ স্টেশনে ভিক্ষা করেই দিন কাটত যার ৷ সেই রাণু মন্ডলের গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাতারাতি তাঁকে লাইমলাইটে এনে দেয় ৷ সিনেমায় প্লে ব্যাকের জন্য মুম্বই পাড়ি দেন তিনি ৷ হিমেশের সঙ্গে ‘তেরি মেরি’ গানটি সুপারহিটও হয় ৷ কিন্তু তারপরেই সব যেন শেষ ৷ কাজের অভাব, লকডাউন সব কিছুর জন্য ফের নিজের জায়গাতেই ফিরে আসতে হয় রাণুকে ৷ জায়গা হয় সেই স্টেশন চত্বরেই ৷
লকডাউন এর সময় জানা গিয়েছিল যে নিজের পুরনো জায়গাতেই ফিরে গিয়েছেন রাণু মন্ডল । এবং সেখানে তিনি সাধারণভাবেই জীবন-যাপন করছেন। কোনওরকম কাজ আর না পাওয়ার জন্য তাঁর জীবনে রীতিমতো অন্ধকার নেমে আসে। তবে ফের আরও একবার ভাগ্যের চাকা ঘুরল রাণুর । এবার মুম্বই নয় বরং কলকাতার মাটিতে বসেই রূপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন সুপারহিট ‘সাগর কিনারে’ গানটি।
advertisement
advertisement
গানটির টিজারই এখনও পর্যন্ত প্রকাশ পেয়েছে ৷ পুরো গানটি শোনার জন্য অধীর আগ্রহে বসে সকলে ৷ একটি ডিজিটাল কনসার্টে রূপঙ্কর বাগচীর সাথে সুর মিলিয়েছেন রানাঘাটের রাণু মন্ডল ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2020 8:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘তেরি মেরি কাহানি’র পর এবার ‘সাগর কিনারে’ গেয়ে মাত করলেন রাণু মন্ডল ! তুমুল ভাইরাল ভিডিও