‘তেরি মেরি কাহানি’র পর এবার ‘সাগর কিনারে’ গেয়ে মাত করলেন রাণু মন্ডল ! তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

তবে ফের আরও একবার ভাগ্যের চাকা ঘুরল রাণুর । এবার মুম্বই নয় বরং কলকাতার মাটিতে বসেই রূপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন সুপারহিট ‘সাগর কিনারে’ গানটি।

#কলকাতা: ভাগ্যের চাকা কখন কার ঘোরে ৷ কেউ বলতে পারে না ৷ স্টেশনে ভিক্ষা করেই দিন কাটত যার ৷ সেই রাণু মন্ডলের গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাতারাতি তাঁকে লাইমলাইটে এনে দেয় ৷ সিনেমায় প্লে ব্যাকের জন্য মুম্বই পাড়ি দেন তিনি ৷ হিমেশের সঙ্গে ‘তেরি মেরি’ গানটি সুপারহিটও হয় ৷ কিন্তু তারপরেই সব যেন শেষ ৷ কাজের অভাব, লকডাউন সব কিছুর জন্য ফের নিজের জায়গাতেই ফিরে আসতে হয় রাণুকে ৷ জায়গা হয় সেই স্টেশন চত্বরেই ৷
লকডাউন এর সময় জানা গিয়েছিল যে নিজের পুরনো জায়গাতেই ফিরে গিয়েছেন রাণু মন্ডল । এবং সেখানে তিনি সাধারণভাবেই জীবন-যাপন করছেন। কোনওরকম কাজ আর না পাওয়ার জন্য তাঁর জীবনে রীতিমতো  অন্ধকার নেমে আসে। তবে ফের আরও একবার ভাগ্যের চাকা ঘুরল রাণুর  । এবার মুম্বই নয় বরং কলকাতার মাটিতে বসেই রূপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন সুপারহিট ‘সাগর কিনারে’ গানটি।
advertisement
advertisement
গানটির টিজারই এখনও পর্যন্ত প্রকাশ পেয়েছে ৷ পুরো গানটি শোনার জন্য অধীর আগ্রহে বসে সকলে ৷ একটি ডিজিটাল কনসার্টে রূপঙ্কর বাগচীর সাথে সুর মিলিয়েছেন রানাঘাটের রাণু মন্ডল ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘তেরি মেরি কাহানি’র পর এবার ‘সাগর কিনারে’ গেয়ে মাত করলেন রাণু মন্ডল ! তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement