Local Train: রাজকীয় সিট-চার্জার পয়েন্ট, আরও কত কী... রানাঘাট শিয়ালদহ লোকালের প্রথম শ্রেণির কোচ দেখুন...

Last Updated:

Local Train: সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই রানাঘাট স্টেশন থেকে ৭ঃ৪৫ মিনিটে শিয়ালদহগামী এই বিশেষ ট্রেন ছাড়বে...

+
লোকাল

লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরা

রানাঘাট: নদিয়ার রানাঘাট শিয়ালদহ রেলওয়ের যাত্রাপথে নতুন পালক। এবার রানাঘাট-শিয়ালদহ রুটে চালু হল রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশ্যাল ট্রেন। একাধিক যাত্রী সুবিধা নিয়েই এ দিন সকাল ১০:৪৫ মিনিটে রানাঘাট পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু হয় এই ট্রেন। ট্রেনটিতে রয়েছে দুটি স্পেশ্যাল কোচ, রয়েছে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি।
সাধারণের জন্য জেনারেল কামরা রয়েছে। প্রথম শ্রেণির কোচের আরামদায়ক বসার ব্যবস্থা-সহ সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা, মোবাইল চার্জিং-সহ রয়েছে একাধিক সুবিধা। এমনকি বসার সিটগুলিও সাধারণ লোকাল ট্রেনের কামরার সিটের তুলনায় অত্যন্ত আরামদায়ক। এ ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন ট্রেনের কামরা গুলিতে আঁকা রয়েছে একাধিক দেশাত্মবোধক চিত্র। বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন কার্টুন চরিত্রের চিত্রও রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রোজ নিয়ম করে শুধু একটা লবঙ্গ, ম্যাজিকের মতো কাজ, কী কী ঘটে জানলে চমকে যাবেন নিশ্চিত
রানাঘাট ৫ নম্বর প্লাটফর্ম থেকে এ দিন ট্রেনের উদ্বোধন করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। ট্রেন উদ্বোধনের শেষে সংসদ জগন্নাথ সরকার বলেন, ইস্টার্ন রেলওয়ে এই প্রথম চালু করেছে মুম্বইয়ের পর দ্বিতীয় এই ট্রেন। সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই রানাঘাট স্টেশন থেকে ৭:৪৫ মিনিটে শিয়ালদহগামী এই ট্রেন ছাড়বে।
advertisement
advertisement
রানাঘাট-শিয়ালদহ পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন রুট। এই রুটে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। যাত্রীর সংখ্যায় তুলনামূলকভাবে ট্রেন কম থাকায় বাদুড়ঝোলা ভিড় হয় প্রত্যেকটি ট্রেনেই। এ বার তার থেকে রেহাই পেতেই পূর্ব রেল চালু করল লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা।
লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরা মহারাষ্ট্রে থাকলেও পূর্ব রেলে বিশেষ একটা লক্ষ্য করা যায়নি। অর্থ একটু বেশি খরচা হলেও আরামদায়কভাবে এ বার থেকে রানাঘাট থেকে শিয়ালদহ যেতে পারবেন যাত্রীরা। তবে নিত্য যাত্রীরা আশা করছেন শুধু মাতৃভূমি নয়, অন্যান্য সাধারণ ট্রেনের লোকাল কামরাতেও প্রথম শ্রেণির বিশেষ কামরার ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজনীয়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train: রাজকীয় সিট-চার্জার পয়েন্ট, আরও কত কী... রানাঘাট শিয়ালদহ লোকালের প্রথম শ্রেণির কোচ দেখুন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement