গরমে হিট বর্ধমানের রামপ্রসাদের ১০ টাকায় গ্লাস ভর্তি লস্যি

Last Updated:

গরমে শহর বর্ধমানের ভরসা রামপ্রসাদের সরব‍ত আর লস্যি। যুগের সঙ্গে তাল মিলিয়ে হাজির কোল্ড কফিও। দশ টাকায় গ্লাস ভরা তৃপ্তি।

#বর্ধমান: গরমে শহর বর্ধমানের ভরসা রামপ্রসাদের সরব‍ত আর লস্যি। যুগের সঙ্গে তাল মিলিয়ে হাজির কোল্ড কফিও। দশ টাকায় গ্লাস ভরা তৃপ্তি।
টক দই, চিনি আর বরফ। ঘটর ঘটর ডান্ডা ঘুরিয়ে তৈরি ঠাণ্ডা ঘোল। সঙ্গে কাজু-আমন্ডের কুচি আর ছোট এলাচের গুঁড়ো। এই রেসিপিতেই বাজিমাত রামপ্রসাদ সাউয়ের। সাত দশকের ট্র্যাডিশন আজও অটুট বর্ধমান শহরে। কার্জন গেট লাগোয়া রামপ্রসাদের শরবত আর লস্যির দোকান। এখন ব্যবসা সামলান তাঁর নাতি। লস্যি এখানকার ইউএসপি হলেও কোল্ড কফিরও হেব্বি ডিম্যান্ড।
advertisement
বেলা বাড়তেই উপচে পড়া ভিড়। ক্রেতা সামলাতে হিমশিম মালিক থেকে কর্মী। লস্যির গ্লাসে স্বস্তির চুমুক বড়, ছোট সকলের।
advertisement
শীতকালে ব্যবসা চলে ঢিমে তালে। বাকি সময়টা রামপ্রসাদী লস্যির চাহিদা থাকে তুঙ্গে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরমে হিট বর্ধমানের রামপ্রসাদের ১০ টাকায় গ্লাস ভর্তি লস্যি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement