শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থল পবিত্র কামারপুকুরের মঠ খুলবে সোমবার, মানতে হবে একগুচ্ছ নির্দেশিকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ঠাকুরের জন্মভিটেয় যেতে গেলে পুণ্যার্থীদের মানতে হবে অনেক নিয়ম
#কলকাতা: করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল অর্থাৎ সোমবার ১৫জুন খুলে দেওয়া হচ্ছে রামকৃষ্ণ মঠের দরজা।তবে থাকছে বেশ কিছু কিছু নিয়ম ও নির্দেশিকা । সেই নিয়ম মেনেই কামারপুকুরে দর্শনার্থীরা মঠের মধ্যে প্রবেশ করতে পারবে ।সোমবার থেকে খোলা হবে সারাদিনে দুইবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬পর্যন্ত।তবে নিয়ম মেনে দর্শনার্থীরা আসতে পারবেন বলে জানিয়েছেন মঠের অধক্ষ্য লোকত্তরানন্দ মহারাজ। মূল দরজায় থার্মাল স্ক্রিনিং করে ভিতরে প্রবেশ করানো হবে ও স্যনিটাইজার ব্যবহার করতে হবে পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক । কোথাও হাত দেওয়া যাবে না ও প্রণাম দাঁড়িয়ে করতে হবে,শুয়ে বা বসে করা যাবে না । সামাজিক দুরত্ব বজায় রাখছে হবে। একসাথে দশজনের বেশি প্রবেশ করা যাবে না ।তবে মঠে প্রবেশ করা গেলেও মিলবে না প্রসাদ ও থাকার আবাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2020 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থল পবিত্র কামারপুকুরের মঠ খুলবে সোমবার, মানতে হবে একগুচ্ছ নির্দেশিকা