অবাক কাণ্ড! শুধু মুখ আর কনুই দিয়ে ছবি এঁকেই তাক লাগিয়ে দিলেন রামগঙ্গার এক বালক... শুনলে অবাক হবেন

Last Updated:

শুধুমাত্র হাত নয়, এবার ছবি আঁকতে কুনুই ও মুখের ব্যবহার করছে রামগঙ্গার এক বালক। যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ওই বালকের নাম সংকল্প ভুঁইয়া‌।

+
সংকল্প

সংকল্প ভুঁইয়া

দক্ষিণ ২৪ পরগনা: শুধুমাত্র হাত নয়, এবার ছবি আঁকতে কনুই ও মুখের ব্যবহার করছে রামগঙ্গার এক বালক। যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ওই বালকের নাম সংকল্প ভুঁইয়া‌।
বয়স সবেমাত্র দশ, এর মধ্যেই বিকল্প পদ্ধতিতে ছবি আঁকার সফল ব্যবহার করছে সংকল্প। যা রীতিমতো প্রশংসার দাবি রাখে। এর আগে ছোট এক টাকার কয়েনে বিভিন্ন দেশের জাতীয় পতাকা এঁকে সাড়া ফেলে দিয়েছিল সে। সংকল্পের বাবা সুবীর ভুঁইয়া ও মা প্রিয়াঙ্কা ভুঁইয়া ছোটবেলাতেই বুঝতে পারেন তাদের সন্তান ছবি আঁকার প্রতি খুবই আগ্রহী। এরপর তারা সংকল্পকে নিয়ে যান অঙ্কন শিক্ষক সমরেশ মাইতির কাছে। সেখানেই সংকল্পের হাতেখড়ি।
advertisement
তবে সংকল্প শুধু কনুই ও মুখ দিয়ে ছবি আঁকতে পারে তা নয়। সে দু’হাতে ছবি আঁকা প্রাকটিস করছে। চোখ বন্ধ করে ছবি আঁকা যায় কিনা সেটাও দেখছে বলে জানিয়েছেন সংকল্পের বাবা সুবীর ভুঁইয়া। সংকল্পের নেশা ছবি আঁকা। বড় হয়ে সে এই কাজ করতে চায়। ছবি এঁকে সমাজের বুকে ছাপ ফেলতে চায় সে। ইতিমধ্যে সংকল্পের আঁকা ছবি বিভিন্ন জায়গায় প্রসংশিত হয়েছে।
advertisement
advertisement
এ নিয়ে সংকল্প জানান, ছবি আঁকতে খুব ভাল লাগে। শুধু হাত নয়, সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করে নিঁখুতভাবে ছবি আঁকতে চায় সে। বর্তমানে কনুই ও মুখ দিয়ে নিঁখুতভাবে ছবি আঁকছে সে। ভবিষ্যতে দু’হাতে দুরকম ছবি, চোখ বন্ধ করেও নিঁখুতভাবে ছবি এঁকে দেখাতে চায় সে। এই কাজে তার সাফল্য কামনা করেছেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবাক কাণ্ড! শুধু মুখ আর কনুই দিয়ে ছবি এঁকেই তাক লাগিয়ে দিলেন রামগঙ্গার এক বালক... শুনলে অবাক হবেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement