Ayodhya Ram Mandir: শাড়িতে রামায়ণ, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় বাংলার শিল্পী চললেন অযোধ্যায়
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Ram Mandir Pran Pratistha: শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত।
শান্তিপুর: হস্তচালিত তাঁতের তৈরি রামায়ণ শাড়ি নিয়ে শিল্পী নিজেই চললেন অযোধ্যায়। নদিয়া জেলার হবিবপুরের রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁত শিল্পী পিকুল রায় এক বছরেরও বেশি সময় ধরে সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁতে বুনেছেন আস্ত একটা শাড়ি, নাম দিয়েছেন রামায়ণ।
শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত। অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তাঁর এই শাড়িতে যা বাংলার হস্তচালিত তাঁত শিল্পের এক অনন্য নিদর্শন।
advertisement
আরও পড়ুনRam Mandir and Neighboring Country: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ২২ জানুয়ারি প্রতিবেশী রাষ্ট্রে কড়া নির্দেশ জারি, ভুলেও করা যাবে না এই কাজ
শাড়িটি দেখার পর বহু মানুষ কিনতে চাইলেও তিনি বিক্রি করতে নারাজ। তাঁর ইচ্ছা ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসেবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দিতে চান। বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে। আর এই বাসনা নিয়েই তিনি এবং তাঁর দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট না পেয়েও জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন৷ গন্তব্য অযোধ্যা।
advertisement
আরও পড়ুনRam Mandir Decoration: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে সামনে এল ফুল-আলোতে সাজানো রাম মন্দিরের অপূর্ব দৃশ্য! রইল সব ছবি
উল্লেখ্য আগামী ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার মহাসমারোহে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। সূত্র জানা যায় ওই একই দিনে প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন রাম মন্দিরের। ইতি মধ্যেই গোটা দেশ থেকে অসংখ্য ভক্তরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2024 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: শাড়িতে রামায়ণ, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় বাংলার শিল্পী চললেন অযোধ্যায়