হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পদ্মে ইচ্ছেপূরণ, ডোমজুড়ের 'দেওয়াল লিখনে' আবারও রাজীব

পদ্মে ইচ্ছেপূরণ, ডোমজুড়ের 'দেওয়াল লিখনে' আবারও রাজীব

তৃণমূল ছেড়ে বিজেপি-তে এসে এবার ডোমজুড় কেন্দ্র থেকে প্রেস্টিজ ফাইট৷ এ বারের বিধানসভা নির্বাচনে যে প্রার্থীদের ঘিরে সবথেকে বেশি চর্চা, তাঁদের মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সরকারের আমলে প্রায় দশ বছর মন্ত্রী থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মনোনয়ন পত্রও জমা দিয়েছেন৷

তৃণমূল ছেড়ে বিজেপি-তে এসে এবার ডোমজুড় কেন্দ্র থেকে প্রেস্টিজ ফাইট৷ এ বারের বিধানসভা নির্বাচনে যে প্রার্থীদের ঘিরে সবথেকে বেশি চর্চা, তাঁদের মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সরকারের আমলে প্রায় দশ বছর মন্ত্রী থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মনোনয়ন পত্রও জমা দিয়েছেন৷

রবিবারের তৃতীয় এবং চতুর্থ দফার বিজেপির প্রার্থী তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা : তৃণমূলের ছেড়েছিলেন প্রায় একমাস আগে। তারপর একাধিকবার নিজের কেন্দ্র ডোমজুড়ে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বারবারই বলেছিলেন ডোমজুড় থেকে লড়তে চান একুশের বিধানসভা নির্বাচনে। অবশেষে তৃণমূল ত্যাগী প্রাক্তন মন্ত্রীর ইচ্ছে পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। রবিবারের তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন গেরুয়া শিবিরের 'হেভিওয়েট প্রার্থী তালিকায় যেমন ঠাঁই পেয়েছেন একাধিক টলিউড অভিনেতা, তেমনই আছেন সাংসদ এমনকি মন্ত্রীরাও। টিকিট পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট তৃণমূলত্যাগী নেতাও।

প্রসঙ্গত, ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব, মমতাকে পাঠান ইস্তফাপত্র। তাঁর আগে অবশ্য গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। হয়েছে একের পর এক ফেসবুক লাইভ। একের পর এক বিবৃতি, সোশ্যাল মিডিয়া পোস্ট। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিত্ব এবং বিধায়ক পদের পর দল ছাড়ার সিদ্ধান্ত নেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

তবে দল ছাড়লেও ডোমজুড়কে ছাড়তে চাননি রাজীব। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজীব বলেছিলেন, 'বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। দলনেত্রীর কাছেও কৃতজ্ঞ, কারণ উনি আমাকে বিধায়ক হওয়ার সুযোগ করে দিয়েছেন। ডোমজুড়ের মানুষের পাশে থাকব। মানুষের স্বার্থেই রাজনীতি করব'। সম্ভবত প্রতিশ্রুতি রাখতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পুরনো বিধানসভা কেন্দ্র থেকেই লড়াইয়ের ইচ্ছে জানিয়েছিলেন রাজীব। সেকথা প্রকাশ্যে বলেওছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী। শনিবার গভীর রাতে রাজধানী দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে ফিরেও কার্যত সেই ইঙ্গিতই দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যানেন্দু ঘোষের সঙ্গে তাঁর লড়াই তাই সম্মানের লড়াই। সেই টক্কর ব্যালটবক্সে কতটা জোরদার হয় তা দেখতে অপেক্ষা এখন আরও কিছুদিনের।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Bharatiya Janata Party, Domjur