West Medinipur News: বর্ষায় নাকি রামধনু দিবস, তাও স্কুলে, অভিনব ভাবনা প্রাথমিক বিদ্যালয়ে
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
'রেনবো ডে' বা রামধনু দিবস পালন করল পড়ুয়ারা। বর্ষা মানে রঙিন রামধনুর দিন। রামধনু কী, কতগুলি রং থাকে তাও জানল পড়ুয়ারা।
পশ্চিম মেদিনীপুর : স্কুল মানে একঘেঁয়ে জীবন।স্কুল ব্যাগ, পড়াশোনা, বই,খাতা, শিক্ষক। এমন বাঁধা ধরা নিয়মে পড়ুয়ারা বেশ ভীত সন্ত্রস্তই থাকে বিদ্যালয়কে নিয়ে। তবে এবার স্কুলকে ভয় নয়, আনন্দের সঙ্গে পড়ুয়ারা শিখবে নানা শিক্ষামূলক জিনিস। প্রতিটি বিদ্যালয়ে টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে পালন হয়, তবে বর্ষার এই দিনে প্রাথমিক বিদ্যালয়ে ছোট্ট ছোট্ট পড়ুয়াদের নিয়ে যা পালন হল, দেখে অবাক হবেন। বিদ্যালয়ে পড়ুয়ারা আসে ভারী ব্যাগ নিয়ে, বই থেকে টিফিন থাকে। তবে এদিন বিদ্যালয়ে পড়ুয়ারা এল বই ছাড়া। অভিনব একটা দিন ‘রেইনবো ডে’ পালন করল পড়ুয়ারা।
একঘেঁয়ে জীবনে শুধু পঠনপাঠন নয়, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনার মানসিকতা বৃদ্ধি, সৃজনশীল ভাবধারা বিকাশের লক্ষে প্রাথমিক বিদ্যালয় ছোট ছোট পড়ুয়াদের নিয়ে বিশেষ এক দিন পালন করল বিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা ব্যাগ নিয়ে এলেও তাতে ছিল রং, পেন্সিল, খাতা এমনকি রঙিন ছাতা। বর্ষার এই দিনটিকে নতুনভাবে পালন করল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। সারাদিন ছবি আঁকা, নাচ, এমনকি বৃষ্টিতে ছাতা মাথায় শিক্ষিকাদের সঙ্গে ঘোরা এবং সবশেষে তারা কাগজের নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দিনটিকে পালন করে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বড়মোহনপুর ভগবতী দেবী শিক্ষা নিকেতনের এই অভিনব ভাবনা। তবে হঠাৎ পড়াশোনা বাদ দিয়ে এমন আয়োজন কেন? বিকালে কর্তৃপক্ষ জানাচ্ছে, শুধু তথাকথিত কেতাবি শিক্ষা নয়, পড়ুয়াদের মধ্যে মানসিকতা বৃদ্ধি, মননের বিকাশ এবং সৃজনশীল উদ্যোগ নিয়েই এই ভাবনা। যেখানে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ভারী ব্যাগের বোঝা টানা নয়, তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ পায়। এছাড়াও এদিন শিক্ষার্থীরা শেখে ছড়া লেখা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
স্বাভাবিকভাবে বিদ্যালয়ের জুড়ে এদিন ‘রেনবো ডে’ বা রামধনু দিবস পালন করল পড়ুয়ারা। বর্ষা মানে রঙিন রামধনুর দিন। রামধনু কী, কতগুলি রং থাকে তাও জানল পড়ুয়ারা। স্বাভাবিকভাবে ছোট্ট ছোট্ট শিশুদের মধ্যে টিচার্স ডে, বা স্বাধীনতা দিবসের মত প্রচলিত দিন পালন নয়, বর্ষায় ‘রেইনবো ডে’ পালন করল বিদ্যালয়টি। খুশি শিক্ষামহল।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2025 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বর্ষায় নাকি রামধনু দিবস, তাও স্কুলে, অভিনব ভাবনা প্রাথমিক বিদ্যালয়ে








