Railways: বদলে গেল বনগাঁ স্টেশন, খুশিতে ডগমগ যাত্রীরা! আসছে আরও কত নতুন চমক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Railways: এই চলমান সিঁড়ি চালু হওয়ায় সব থেকে বেশি সুবিধা হবে বয়স্ক যাত্রীদের। সিঁড়ি চালু হওয়ায় খুশি তারা।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: শান্তনু ঠাকুরের হাতে দিয়ে বনগাঁ স্টেশনে সূচনা হল চলমান সিঁড়ির, খুশি যাত্রীরা। বনগাঁবাসীর দাবি মতো বনগাঁ স্টেশনে বসানো হল চলমান সিঁড়ি। রবিবার তার উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম। এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার কাউন্সিলির দেবদাস মণ্ডল ও রেলের আধিকারিকেরা।
এই চলমান সিঁড়ি চালু হওয়ায় সব থেকে বেশি সুবিধা হবে বয়স্ক যাত্রীদের। সিঁড়ি চালু হওয়ায় খুশি তারা। আগামী কয়েক মাসের মধ্যে বনগাঁ স্টেশনের আমুল পরিবর্তন হবে বলে জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম।
advertisement
তিনি বলেন, ৮২ লক্ষ টাকা ব্যয়ে বনগাঁয় এই চলমান সিঁড়ি বসানো হয়েছে। অমৃত প্রকল্পের মাধ্যমে বনগাঁ স্টেশনের কাজ শুরু হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে বনগাঁ স্টেশনের আমুল পরিবর্তন দেখা যাবে।
advertisement
শান্তনু ঠাকুর জানান, চলমান সিঁড়ি চালু হয়ে বয়স্ক যাত্রীদের অনেকটা সুবিধা হবে। আগামী দিনে বনগাঁ স্টেশনের আরও অনেক উন্নয়ন করা হবে।
একই সঙ্গে তিনি, বনগাঁ বাগদা সহ একাধিক নতুন রুট রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করে দেওয়ায় কাজ থমকে আছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ইছামতি নদীর সংস্কারের কাজও রাজ্য সরকারের জন্য থমকে আছে বলে জানান শান্তনু ঠাকুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2023 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Railways: বদলে গেল বনগাঁ স্টেশন, খুশিতে ডগমগ যাত্রীরা! আসছে আরও কত নতুন চমক