BREAKING: সাঁতরাগাছি দুর্ঘটনার দায় স্বীকার রেলের

File Photo

File Photo

  • Last Updated :
  • Share this:

    #হাওড়া: সাঁতরাগাছি দুর্ঘটনার দায় স্বীকার রেলের ৷ ফুটব্রিজের গাইডলাইন মানা হয়নি ৷ আরডিএসও-র গাইডলাইন মানা হয়নি ৷ জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম পি এস মিশ্র ৷ এমনকী, ঘটনার সময় সাঁতরাগাছিতে বন্ধ ছিল সিসিটিভিও ৷ নতুন ব্রিজের কাজের জন্য বন্ধ ছিল সিসিটিভি ৷

    গত মঙ্গলবার ঘটনাটি ঘটে ৷ তখন ৬টাও বাজেনি। সাঁতরাগাছি স্টেশনে ভিড়ে ভিড়। এর মধ‍্যে কয়েকটি দূরপাল্লার। কয়েকটি লোকাল। অনেকে এক্সপ্রেস ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে ওভারব্রিজে উঠছিলেন অন‍্য ট্রেন ধরবেন বলে। অনেকের আবার দূরপাল্লা বা লোকাল ট্রেন ধরার ব‍্যস্ততা। অনেক যাত্রী দাঁড়িয়েছিলেন ফুটব্রিজে। যে প্ল‍্যাটফর্মে ট্রেন দেবে, সেই প্ল‍্যাটফর্মে নামার জন‍্য। এভাবেই সাঁতরাগাছির স্টেশনের একমাত্র ফুটব্রিজের উপর ভিড় ক্রমেই বাড়ছিল। ভিড়ের মধ‍্যেই ট্রেন ধরার হুড়োহুড়ি। রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এরপরই ঘটে সেই ভঙ্ককর ঘটনা ৷ মৃত্যু হয় ২ জনের ৷ আহতে হয়েছিলেন প্রায় ৩৫ জন ৷

    এই ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিবৃতি পেশ করা হয় ৷ রেলের তরফ থেকে জানানো হয়েছিল, ‘খুব কম সময়ের ব্যবধানে ৮টি ট্রেন ঢুকে যায় স্টেশনে ৷ ৮টি ট্রেন থাকায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ বহু যাত্রী একসঙ্গে ফুটব্রিজে ওঠায় দুর্ঘটনা ৷’

    First published:

    Tags: Railway, Santraganchi Stampede