Railway: ছ'মাসে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রেল কত কোটি আয় করল? শুনলে চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Railway: বিনা টিকিটে ট্রেনে উঠলেই বিপদ! যাত্রীদের জন্য আরও কঠোর রেল! জানুন
হাওড়া: পূর্ব রেলওয়ে বিনা টিকিটে ভ্রমণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রেলের। যাত্রীদের সুষ্ঠু পরিষেবার পাশাপাশি বিনা টিকিটে ভ্রমনকারী যাত্রীদের জন্য এবার আরও কঠোর পদক্ষেপ। বর্তমান এই সময়েও কিছু যাত্রী টিকিট না কেটেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অভ্যাস রয়েছে। যদিও এই বদ অভ্যাসে ফলে টিকিট চেকারের খপ্পরে পড়ে মোটা টাকা জরিমানা দিতে হয়। রেলের কঠোর পদক্ষেপের ফলে তুলনামূলক কম হয়েছে বিনা টিকিটে ভ্রমণ। রেলের পক্ষ থেকে বিনা টিকিটে যাতায়াত বন্ধ করতে টিকিট চেকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত এক বছরে, এই কঠোর পদক্ষেপের ফলে টিকিট ছারা ভ্রমণের ঘটনা উল্লেখযোগ্য ভাবে কম হয়েছে। পূর্ব রেলওয়ের ডেডিকেটেড টিকিট চেকিং দল গুলি ০১.০৪.২০২৩ থেকে ৩১.১০.২০২৩ পর্যন্ত ৯৮৫৩৫১ পেনাল্টি কেস হোল্ড করেছে। বিনা টিকিটে যাত্রীদের জন্য কঠোর পদক্ষেপ রেলের৷ বিনা টিকিটে ভ্রমণ প্রবণতা রুখতে যাত্রীদের আরোপিত জরিমানা শুধুমাত্র একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করেনি বরং রেলের রাজস্ব উৎপাদনে অবদান রেখেছে।
advertisement
advertisement
এই সময়ের রেভিনিউ ৫৩ কোটি ৯৩ লক্ষ ১৬ হাজার ২৬৮ টাকা।এই প্রসঙ্গে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্ব রেলের অধিকাংশ যাত্রী রেলের নিয়ম বিধি মেনে চলেন। সে বিষয়ে প্রশংসা করেছেন। এর পাশাপাশি সকল যাত্রীকে টিকিট ক্রয় করে যাতায়াতের পরামর্শ। নিয়ম বিধি মেনে ভ্রমণ সকল যাত্রীর পক্ষে কল্যাণ জনক। সেই দিক থেকে বৈধ টিকিটে এবং রেলের নির্দেশিকা মেনে চলা একজন যাত্রীর কর্তব্য। তাতে রেল এবং যাত্রী উভয় থাকবে সুরক্ষিত।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 6:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Railway: ছ'মাসে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রেল কত কোটি আয় করল? শুনলে চমকে যাবেন
