পুরুলিয়া: বেশ কিছু দাবি-দাওয়াকে সামনে রেখে আবারও রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। প্রতিশ্রুতি দেওয়ার পরেও তাদের সেই প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার এমনই অভিযোগ তুলে আগামী ৫ এপ্রিল থেকে রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।
ইতিপূর্বেও তারা বারংবার হুঁশিয়ারি দিয়েছিল দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনে নামবে সমাজ। কিন্তু তাদের এই হুশিয়ারিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তাই নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্যই দ্বিগুণ কর্মী সমর্থক নিয়ে এই রেল অবরোধের ডাক দিয়েছেন।
আরও পড়ুনঃ কিছুক্ষণেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি
আদিবাসী কুড়মি সমাজের জেলা ও রাজ্য কমিটির সমস্ত পদাধিকারীদের নিয়ে রবিবার পুরুলিয়া বি.টি সরকার রোডে অবস্থিত কার্যালয় একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকের উপস্থিত থেকে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত বলেন, তাঁদের অসম্মান করা হয়েছে। আন্দোলনকে তুচ্ছভাবে দেখা হচ্ছে। কর্মীদের এস.টি তালিকাভুক্ত করার দাবিতেই তাদের এই আন্দোলন। সরকার প্রতিশ্রুতি দিলেও তাদের প্রতিশ্রুতি পূরণ হয়নি। তাই ফের কুস্তাউর রেল স্টেশনে আন্দোলনে বসবেন ৫ এপ্রিল থেকে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে।
উল্লেখ্য, বিগত বছরে আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের জেরে টানা পাঁচ দিন রেল চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল। চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল রেল যাত্রীদের। কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল রেলকে। সেই সময় সরকারি আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় পুনরায় তারা অবরোধে নামতে চলেছেন। ফলে দুশ্চিন্তায় ভুগছেন রেলের নিত্য যাত্রীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia, Rail Strike