Rail Road Strike for Kurmi movement: ভোগান্তির চার দিন, বাতিল পর পর ট্রেন! জাতীয় সড়কে আটকে হাজার হাজার ট্রাক

Last Updated:

কুর্মিদের তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিতে চার দিন ধরে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল লাইনের উপরে বসে পড়ে আন্দোলন শুরু করেছেন কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা৷

অবরোধে জাতীয় সড়কের উপরে আটকে হাজার হাজার  ট্রাক৷
অবরোধে জাতীয় সড়কের উপরে আটকে হাজার হাজার ট্রাক৷
#শঙ্কর রাই, পশ্চিম মেদিনীপুর: চার দিনে পড়ল কুর্মিদের রেল অবরোধ৷ যার জেরে বিপর্যস্ত ট্রেন এবং যান চলাচল৷ চার দিন ধরে বাতিল হয়েছে একের পর এক ট্রেন৷ জাতীয় সড়কে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক৷ কবে অবরোধ উঠবে, তা নিয়ে এখনও কোনও আশ্বাস দিতে পারছেন না আন্দোলনের নেতৃত্বে থাকা কুর্মি সমাজের প্রতিনিধিরা৷
কুর্মিদের তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবিতে চার দিন ধরে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল লাইনের উপরে বসে পড়ে আন্দোলন শুরু করেছেন কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা৷ যার ফলে দক্ষিণ-পূর্ব রেলের অন্তর্গত খড়্গপুর- টাটা শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত৷ আজও সবমিলিয়য়ে কুড়িটি ট্রেন বাতিল করতে হয়েছে৷
advertisement
হাওড়া থেকে মুম্বাই মেল, গীতাঞ্জলী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনও বাতিল করতে হয়েছে৷ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে চলাচলকারী অন্যান্য রাজ্যের বহু ট্রেনও হয় বাতিল করতে হয়েছে, নাহলে সেগুলি ঘুরপথে চালাতে হচ্ছে৷ বহু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করতে হয়েছে৷
advertisement
অন্যদিকে জাতীয় সড়কেও অবরুদ্ধ করা হয়েছে৷ পশ্চিম মেদিনীপুরের লোধাশুলিতে পাথর ফেলে আটকে দেওয়া হয়েছে জাতীয় সড়ক৷ খেমাশুলিতেও রেল-সড়ক শুধুমাত্র অ্যাম্বুল্যান্স ছাড়া কোনও যানবাহন যেতে দেওয়া হচ্ছে না৷ ৬ নম্বর জাতীয় সড়কের উপরে অবরোধের জেরে আটকে পড়েছে হাজার হাজার ট্রাক৷ এ রাজ্য থেকে ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্রের মধ্যে পণ্য বহনকারী হাজার হাজার ট্রাক গত চারদিন ধরে জাতীয় সড়কের উপরে আটকে রয়েছে৷ চরম সমস্যার মধ্যে পড়েছেন ট্রাকের চালক এবং খালাসিরা৷ খোলা রাস্তার উপরেই দিন কাটছে তাঁদের৷
advertisement
পশ্চিম মেদিনীপুরে ৬ নম্বর জাতীয় সড়কের উপরে একদিকে খেমাশুলি থেকে কলাইকুণ্ডা, অন্যদিকে চৌরঙ্গি থেকে ডেবরা পর্যন্ত কিলোমিটারের পর কিলোমিটার রাস্তার উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক৷ ট্রাক চালকদের অভিযোগ, তিরিশ- চল্লিশ টাকা দিয়ে এক বালতি জল কিনতে হচ্ছে তাঁদের৷ মিলছে না খাবার৷ প্রশাসনের তরফেও কোনও রকম সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ ট্রাক চালকদের৷ অবরোধে আটকে রয়েছে দূরপাল্লার অনেক বাসও৷
advertisement
অবরোধের জেরে হাওড়া থেকেও পুরুলিয়া এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন দেরিতে চলছে৷ মুম্বাই মেল, গীতাঞ্জলী এক্লপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করতে হয়েছে৷ ফলে হাওডাতেও আটকে আছেন বহু যাত্রী৷ সবমিলিয়ে চার দিনের অবরোধে ভোগান্তি চরমে৷ 
সহ প্রতিবেদন: রাজু সিং, ঝাড়গ্রাম
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail Road Strike for Kurmi movement: ভোগান্তির চার দিন, বাতিল পর পর ট্রেন! জাতীয় সড়কে আটকে হাজার হাজার ট্রাক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement