Rail: ট্রেনের মধ্যে একের পর এক বেরিয়ে আসছে চারপেয়ে জীব! শেওড়াফুলিতে ভয়ঙ্কর কাণ্ড! পুলিশও থ

Last Updated:

Rail: ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ রেল পুলিশের! একের পর এক বাইরে বেরিয়ে আসছে চারপেয়ে জীব।

+
এ

এ কী মিলল!

হুগলি: এক্সপ্রেস ট্রেনের মধ্যে ব্যাগ ও বস্তায় করে পাচার করা হচ্ছিল কী! ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ রেল পুলিশের। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসছে একাধিক কচ্ছপ! একটি বা দুটি নয়, মোট ৯৬ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে রেল পুলিশ। এমনই ঘটনায় শোরগোল হুগলির শেওড়াফুলিতে।
সূত্রের খবর , রেল পুলিশের স্পেশ্যাল চেকিং চলাকালীন দুন এক্সপ্রেস সন্দেহজনক দুই মহিলাকে আটক করে জিআরপি। তাদের কাছে ছিল কিছু ব্যাগ, যার মধ্যে কিছু সন্দেহজনক জিনিস রয়েছে এমনই মনে করেন পুলিশ কর্তারা। ঘটনার সূত্রপাত সকাল ৯.১৫ থেকে। চন্দননগর স্টেশনে এক নম্বর প্লাটফর্ম দুন এক্সপ্রেস এসে থামে। সেই সময় পুলিশের নজরে পরে দুই মহিলার সঙ্গে থাকা ছয়টি পিঠ ব্যাগ। মহিলাদের ব্যাগেকি আছে তা নিয়ে কথা বলতে গেলে, দুই মহিলার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। তাদের ব্যাগ খুলে চক্ষু চড়ক গাছ রেল পুলিশের।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে এই দুই মহিলার একজনের নাম ডলি মণ্ডল বাড়ি হাঁসখালি থানা ও অন্যজন কল্পনা মণ্ডল ধানতলায় থানা এলাকার বাসিন্দা। এরা বিহারের দেহেড়ি জংশন থেকে উঠেছিল। কলকাতায় যাচ্ছিল কচ্ছপ গুলোকে বিক্রি করার উদ্দেশে। ব্যাগের মধ্যে থাকা কচ্ছপগুলোর ওজন ৫০০ গ্রাম থেকে ১ কিলোর মধ্যে। আনুমানিক দাম হাজার টাকা প্রতি কচ্ছপের। শেওড়াফুলি জিআরপির চন্দননগরের দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার উদ্ধার হওয়া কচ্ছপ গুলিকে চুঁচুড়ার বন দফতরের হাতে তুলে দেয়।
advertisement
প্রসঙ্গত , এর আগে ২০২১ সালেও শ্রীরামপুর ও ব্যান্ডেল থেকে ১২৫ টি ও ৮০ টি কচ্ছপ উদ্ধার করেছিল রেল পুলিশ। এবারেও সূত্র মারফত পাচারের হদিশ পেয়ে এই বিপুল পরিমাণে কচ্ছপ উদ্ধার করে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে নানা ভাবে কচ্ছপ পাচার করে পাচারকারীরা। কোন সময় বিভিন্ন হোটেলে মাংসের জন্য। কোন সময় বিদেশে ও পাচার করা জন্য। বন্যপ্রাণীর কঠোর আইন থাকা সত্ত্বেও বেপরোয়া ভাবে চলে এই পাচার চক্র। নদীয়ার দুই মহিলাকে গ্রেফতার করে শেওড়াফুলি জিআরপি । শ্রীরামপুর আদালত দুই মহিলা কচ্ছপ পাচারকারীকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
advertisement
—– রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail: ট্রেনের মধ্যে একের পর এক বেরিয়ে আসছে চারপেয়ে জীব! শেওড়াফুলিতে ভয়ঙ্কর কাণ্ড! পুলিশও থ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement