South 24 Parganas News: পুরনো ভবন সংস্কার করে ঝাঁ চকচকে হয়ে উঠছে রায়দিঘি হাসপাতাল
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
পুরানো ভবন সংস্কার করে ঝাঁ চকচকে হয়ে উঠছে রায়দিঘি হাসপাতাল। ইতিমধ্যে এই কাজ ঘুরে দেখেছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। হাসপাতাল ভবনের সংস্কার পরিকাঠামোগত উন্নয়ন সহ আরও অনেক কাজ হচ্ছে সেখানে।
নবাব মল্লিক, রায়দিঘি: পুরনো ভবন সংস্কার করে ঝাঁ চকচকে হয়ে উঠছে রায়দিঘি হাসপাতাল। ইতিমধ্যে এই কাজ ঘুরে দেখেছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। হাসপাতাল ভবনের সংস্কার পরিকাঠামোগত উন্নয়ন-সহ আরও অনেক কাজ হচ্ছে সেখানে।
এই হাসপাতালটি গ্রামীণ হাসপাতাল হলেও এই হাসপাতালে কিন্তু রোগী ভর্তির সংখ্যা অনেক। এই হাসপাতালের উপর নির্ভর করেন পাথরপ্রতিমা, কুলতলি, মথুরাপুর ১ ও ২ নং ব্লকের অনেক মানুষজন।
কয়েক হাজার রোগী নিত্য এখানে আসেন। এই হাসপাতালের পরিকাঠামো বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছিল। তার উপর হাসপাতাল ভবনটি পুরানো হয়ে যাওয়ায় অনেক অসুবিধা হচ্ছিল সেখানে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ চান মা, গুসকরায় পুলিশ ফাঁড়িতে হাজির দুই বোন! অনুরোধ শুনে হতবাক পুলিশকর্মীরা
খসে পড়ত চাঙর, জল পড়ার মত সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যার কথা জানার পর রায়দিঘির বিধায়কের উদ্যোগে মুখ্যমন্ত্রীর দফতরে জানানো হয় বিষয়টি।
advertisement
সেখান থেকে প্রায় ৭৬ লক্ষ টাকা মেলার পর নতুন করে কাজ শুরু হয়েছে। ইনডোর ভবনটির সংস্কারের কাজ চলছে জোরকদমে। এছাড়াও এমপি ল্যাড ও বিধায়ক তহবিলের টাকা থেকে আরও অন্যান্য কাজ চলছে।
এ নিয়ে রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা আরও জানান, সমস্যার খবর পেয়েই বিষয়টি জানানো হয় মুখ্যমন্ত্রীর দফতরে। সেখান থেকে টাকা মিলেছে। ফলে কাজ শুরু হয়েছে। এর ফলে হাসপাতালের রোগীরা অনেক নিরাপদ ও স্বচ্ছন্দে থাকতে পারবেন। এই সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি সকলেই।
advertisement
এ নিয়ে স্থানীয় বাসিন্দা কমল বৈরাগী জানিয়েছেন, কাজটি দ্রুত শুরু হয়েছে। ফলে খুব একটা অসুবিধা হবেনা। এই হাসপাতালের উপর অনেক মানুষ নির্ভর করেন। কাজ শেষ হলেই তাঁরা সকলেই খুব উপকৃত হবেন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 5:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পুরনো ভবন সংস্কার করে ঝাঁ চকচকে হয়ে উঠছে রায়দিঘি হাসপাতাল