Nadia News: বৃন্দাবনের পবিত্র জলেই পুন্য নবদ্বীপ রাধা সুদর্শন মন্দিরের রাধাকুন্ড, শ্যামকুন্ড
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
নবদ্বীপের শ্রী চৈতন্যের জন্মভুমিতে বৃন্দাবনের জলে পুন্য রাধাকুন্ড, শ্যামকুন্ড, অষ্টমী স্নানযাত্রায় বিপুল ভক্ত সমাগম।
নবদ্বীপ: বৃন্দাবনের রাধাকুন্ড, শ্যামকুন্ডের পবিত্র জল দিয়ে তৈরি হয়েছে নবদ্বীপ রাধা সুদর্শন মন্দিরের রাধা কুন্ড, শ্যাম কুন্ড। রবিবার শুভ অষ্টমী স্নানযাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন সুনর্শন মন্দিরে। আজ রবিবার শ্রী শ্রী রাধা কুন্ডের শুভ অষ্টমীর পূণ্য স্নান যাত্রা।
ইতি মধ্যে বৃন্দাবনের রাধা কুন্ড, শ্যাম কুন্ডের এই পবিত্র স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম হয়েছে। নবদ্বীপ হল শ্রী চৈতন্যের জন্মভূমি সে কারনে এটিও একটি পূণ্যভুমি সকলের কাছে। আর এই পূণ্য স্নান যাত্রা উৎসব উপলক্ষ্যে নবদ্বীপ শহরের বিভিন্ন গঙ্গার গাট গুলোতেও নবদ্বীপ শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন পূণ্য লগ্নে স্নান করতে।
advertisement
advertisement
এবছরের এই স্নান যাত্রা অনুষ্ঠান ৫ নভেম্বর রবিবার রাত্রি ১২ টায় অনুষ্ঠিত হয়।আর এই স্নান যাত্রা অনুষ্ঠান উপলক্ষ্যে নবদ্বীপে ভক্ত সমাগম হয় যথেষ্ট, সেখানে বৃদ্ধ -বৃদ্ধাদের সংখ্যাটাও কম থাকে না, যদিও নবদ্বীপ শহরের একাধিক গঙ্গার ঘাট গুলো বাধানো হলেও কিছুটা নিরাপত্তার চিন্তা থেকেই যায়।
advertisement
আর সামগ্রিক চিন্তা করে নবদ্বীপ শহরের প্রতাপ নগর শ্রী শ্রী রাধা সুদর্শন মন্দির কতৃপক্ষ বৃন্দাবনের রাধা কুন্ড – শ্যাম কুন্ড এর থেকে পবিত্র জল এনে মন্দির চত্বরে তৈরি করেছে রাধাকুন্ড-শ্যাম কুন্ড, যা নবদ্বীপ শহরে একমাত্র। রবিবারের এই পুণ্য স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচী বা ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করেছে মন্দিরের তরফে।
advertisement
অষ্টমীর স্নান যাত্রা উৎসব কি এবং কেন প্রসঙ্গে সুদর্শন মন্দিরের অন্যতম কর্মকর্তা রাতুল গোস্বামী জানান, কথিত আছে এই দিনেই শ্রী বৃন্দাবনে গোবৎস বেশে আসা অনিষ্টাসুরকে বধ করেছিলেন গোবিন্দ,যে হেতু গোবধ নিষিদ্ধ সে কারণে তার পাপ মোচনের জন্য তিনি ঐ দিন স্নান করেছিলেন, সেদিন থেকেই প্রচলিত হয়ে চলে আসছে এই পূণ্যদিনে বিশেষ স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়।
advertisement
তিনি আরও জানান “প্রতি বছরের মতো এবছরও রাধা কুন্ড তথা ” অষ্টমী”র পূণ্য স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এবছর স্নানের সময় রবিবার রাত্রি ১২ টা থেকে, আমাদের এখানে তৈরি রাধা কুন্ড – শ্যাম কুন্ডেও অসংখ্য ভক্ত রা পূণ্য স্নান করতে আসেন, এখানে নিরাপত্তার জন্য আলাদা ব্যাবস্থা করা হয়, সমগ্র অনুষ্ঠান সুশৃঙ্খল ভাবে করার জন্য মহিলা ভক্ত তথা ভলেন্টিয়ার ছিল, পুরুষদের জন্য ছিল আলাদা ব্যবস্থা “।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 10:13 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বৃন্দাবনের পবিত্র জলেই পুন্য নবদ্বীপ রাধা সুদর্শন মন্দিরের রাধাকুন্ড, শ্যামকুন্ড