Rachana Banerjee: পুজোর উদ্বোধনে গিয়ে টাকা নেন? বিতর্ক উঠতেই মুখ খুললেন রচনা! জানিয়ে দিলেন 'আসল' ঘটনা
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Rachana Banerjee: অভিযোগ পুরোপুরিভাবে নস্যাৎ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
সোমনাথ ঘোষ, হুগলি: তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পুজোর সময় বহু পুজোর উদ্বোধনে যান। এখন তিনি হুগলির সাংসদ। হুগলির বহু পুজোতে উদ্বোধনে তাঁকে দেখা যায়। সম্প্রতি অভিযোগ উঠেছিল এবং সমাজ মাধ্যমে প্রচারিত হয়েছিল, হুগলির যে কোনও পুজো প্যান্ডেলে উপস্থিতির জন্য রচনা বন্দ্যোপাধ্যায় টাকা নেন। অথবা অর্থের বিনিময় পুজো উদ্বোধনে যান।
advertisement
এই অভিযোগ পুরোপুরিভাবে নস্যাৎ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। জানালেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। যে সকল হুগলিবাসী তাঁকে আমন্ত্রণপত্র পাঠিয়ে পুজোর উদ্বোধনে আসতে বলেন, তিনি সকলের কাছে এমনিই উপস্থিত হন। এতে টাকা-পয়সার কোনও লেনদেন থাকে না বলে দাবি তৃণমূল সাংসদের।
advertisement
advertisement
ফেসবুক পোস্ট করে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজোয় তাঁর সংসদ এলাকায় যারা তাঁকে আমন্ত্রিত করেছেন, সেই পুজোর উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। আগামী ২৫ ও ২৬ তারিখ তিনি তাদের জন্য সময় দেবেন। এর সঙ্গে তিনি হুগলির মানুষের উদ্দেশ্যে বলেন, একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে, তাঁকে অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে টাকা দিতে হয়। এই কথা সর্বৈব মিথ্যা। কেউ যদি তাঁর নাম করে টাকা চায়, তাহলে তার দেওয়া ফোন নম্বরে সরাসরি জানাতেও আবেদন করেন তিনি। সুগন্ধায় তার যে অফিস রয়েছে, সেখানে গিয়েও অভিযোগ জানানো যেতে পারে বলে জানান।
advertisement
হুগলির সাংসদ নির্বাচিত হওয়ার পর রচনা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তিনি কম সময়ে তার সংসদ এলাকায় দিতে পারেন তার কারণ হিসেবে কয়েকদিন আগে বলেছিলেন,দিদি নম্বর ওয়ান-এর শুটিং, সংসদে অধিবেশন চললে তিনি তার সংসদ এলাকায় অর্থাৎ হুগলিতে উপস্থিত থাকতে পারেন না। তবে চেষ্টা করেন বিভিন্ন আমন্ত্রণে সারা দিতে। যে সব অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় সেখানে যেতে সাংসদ টাকা দাবি করেন বলে গুঞ্জন শোনা যায়। কিন্তু সরাসরি কেউ কোনও দিন এই বিষয়ে প্রকাশ্যে বা সমাজ মাধ্যমে বলেছে বলে জানা যায়নি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 4:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: পুজোর উদ্বোধনে গিয়ে টাকা নেন? বিতর্ক উঠতেই মুখ খুললেন রচনা! জানিয়ে দিলেন 'আসল' ঘটনা
