Rachana Banerjee on Eid: ইদের সকালে হুগলিবাসীর কাছে পৌঁছে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সাদা পোশাকে অভিনেত্রী-সাংসদ

Last Updated:

গতবারে তিনি যখন এসেছিলেন তখন তিনি ছিলেন প্রার্থী। অনেকেই বলেছিল প্রার্থী বলে ভোট পেতে তিনি এসেছেন। এইবারে প্রথমবার তিনি সাংসদ হয়ে সরাসরি মানুষের মধ্যে উপস্থিত হলেন। সাংসদ নির্বাচিত হওয়ার পরে এই প্রথমবার রচনা বন্দ্যোপাধ্যায় ইদের দিন একেবারে সকাল সকাল তিনি এসে পৌঁছান তার লোকসভা কেন্দ্র এলাকায়।

+
ঈদ

ঈদ অনুষ্ঠানের সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়

পাণ্ডুয়া: সোমবার পবিত্র ইদ উপলক্ষ্যে ইদের অনুষ্ঠানে এসে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের ধাঁচে ইদ পালিত হয় হুগলির পান্ডুয়ায়। একসঙ্গে বহু সংখ্যালঘু মানুষ তাদের প্রবিত্র ইদ উৎসব পালন করেন রাস্তার মধ্যে বসে নামাজ পড়ে। সেখানেই পান্ডুয়ার কলবাজারে ইদের অনুষ্ঠানে এসে সকলের সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন সাংসদ রচনার বন্দ্যোপাধ্যায়। (রাহী হালদার)
গতবারে তিনি যখন এসেছিলেন তখন তিনি ছিলেন প্রার্থী। অনেকেই বলেছিল প্রার্থী বলে ভোট পেতে তিনি এসেছেন। এইবারে প্রথমবার তিনি সাংসদ হয়ে সরাসরি মানুষের মধ্যে উপস্থিত হলেন। সাংসদ নির্বাচিত হওয়ার পরে এই প্রথমবার রচনা বন্দ্যোপাধ্যায় ইদের দিন একেবারে সকাল সকাল তিনি এসে পৌঁছান তার লোকসভা কেন্দ্র এলাকায়। সেখানে এসে খুশির ইদে তিনি অংশগ্রহণ করেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
ইদ উপলক্ষ্যে হুগলির সাংসদ বলেন, গতবার প্রার্থী ছিলাম এবার সাংসদ হয়ে পান্ডুয়াতে এসেছি। পান্ডুয়ার মানুষ আমাকে সমর্থন করেছেন, কাছে ডেকে নিয়েছেন। তাই তাদের পাশে থাকব সব সময়। ধর্ম জাতীভেদ রাজনীতির মঞ্চে আসা উচিত বলে মনে করি না, বলেন রচনা। আমরা মানুষ একে অপরকে ভালবাসি, শ্রদ্ধা করি। দলের নেত্রী সেই কথাই বলে এসেছেন সব সময়। আমরাও সেই মত চলি। আমরা জানি আমরা পশ্চিমবঙ্গর জন্য কী করছি আর আগামী দিনে কী কাজ করব। কে, কী করল, কী বলল সেসব নিয়ে ভাবি না, বলিও না।
advertisement
আজ খুশির ইদ তাই সাদা চুরিদাড়, মাথায় ওড়না পরে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজকে পবিত্র দিন ইদের দিন সাদা কাপড় পড়ব না তো কবে পড়ব!
এর আগে ত্রিবেনী কুম্ভ মেলায় গিয়ে সাংসদ বলেছিলেন তিনি কালার থেরাপি করেন। দিন দেখে পোশাকের রঙ ঠিক করেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee on Eid: ইদের সকালে হুগলিবাসীর কাছে পৌঁছে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সাদা পোশাকে অভিনেত্রী-সাংসদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement