Bankura News: পুজোর আগে BLO ট্রেনিং নিয়ে প্রশ্ন বাঁকুড়ায়, আচমকা কী ব্যাপার?

Last Updated:

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাপ ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন কোনায়। বাঁকুড়া ব্যতিক্রম নয়। দুর্গা পুজো ইতিমধ্যেই দোরগোড়ায়, তবে তার আগে পারদ চড়াচ্ছে বিধানসভা নির্বাচন।

ট্রেনিং এর প্রতিকী ছবি 
ট্রেনিং এর প্রতিকী ছবি 
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাপ ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন কোনায়। বাঁকুড়া ব্যতিক্রম নয়। দুর্গা পুজো ইতিমধ্যেই দোরগোড়ায়, তবে তার আগে পারদ চড়াচ্ছে বিধানসভা নির্বাচন। এবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিংয়ের জন্য যে নোটিফিকেশন পাঠান হয়েছে সেটিকে কেন্দ্র করে একটি ক্ষোভ জমা বেঁধেছে সেই লিস্টে নাম থাকা সরকারি কর্মচারীদের।
প্রত্যেকেই দাবি করছেন যে তাঁদের হাতে পৌঁছায়নি কোনও রকম হার্ড কপি, বুধবার বিকেল চারটে চুয়াল্লিশ নাগাদ সমাজ মাধ্যমে একটি প্রাইভেট গ্রুপে, একটি পিডিএফ-এর মাধ্যমে দেওয়া হয় নোটিফিকেশন। বাঁকুড়া সদর পূর্ব চক্রের ১৬ জন সহকারি শিক্ষক এবং তিনজন শিক্ষককে জানানো হয় বৃহস্পতিবার ট্রেনিং এর সময়সূচী। এই ১৯ জন শিক্ষক এবং সহকারী শিক্ষককে, বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে জমা হতে বলা হয়। ট্রেনিং-এর ঠিক ১৪ থেকে ১৫ ঘণ্টা আগে জানানোতে বেশ অবাক তালিকাভুক্ত শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, “কোনও রকম হাতে চিঠি পাইনি। বৃহস্পতিবার ট্রেনিং, জানতে পারছি, তবে কোন সময়ে তার কোনও উল্লেখ নেই। জানানো হল বুধবার বিকেল চারটে নাগাদ। এছাড়াও ট্রেনিংয়ে কী নিয়ে যেতে হবে? কী করতে হবে কিছুই বলা নেই। এত হটকারিতার কারণ বুঝতে পারছি না।”
যদিও এই বিষয়ে বাঁকুড়া সদর মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হলে সেটা ব্যর্থ হয়। রবিবার থেকে শুরু হচ্ছে মহাষষ্ঠী, তার আগেই ভোটের ট্রেনিং চর্চার শীর্ষে উঠে আসছে বাঁকুড়া সদরে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পুজোর আগে BLO ট্রেনিং নিয়ে প্রশ্ন বাঁকুড়ায়, আচমকা কী ব্যাপার?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement