Mahishadal Rajbari: হারিয়ে গেল ইতিহাস! মহিষাদল রাজবাড়ির রানীমাকে আর দেখা যাবে না পরিচিত দালানে

Last Updated:

Mahishadal Rajbari: এ দিকে ইন্দ্রাণী দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা মহিষাদল জুড়ে। সাধারণ মানুষ থেকে

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#মহিষাদল: প্রয়াত হলেন মহিষাদল রাজবাড়ির বর্তমান রানীমা ইন্দ্রাণী গর্গ। রাজপরিবার এবং মহিষাদলের মানুষের কাছে যাঁর পরিচিতি বড়মা হিসেবে। সেই রাজমাতাই আজ প্রয়াত হলেন। রাজা শংকরপ্রসাদ গর্গ-এর সহধর্মিণী শ্রীমতি ইন্দ্রাণী গর্গ আজ বেলা ১টা ৪০মিনিট নাগাদ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতাল সূত্র জানাচ্ছে, মাল্টি অর্গান ফেলিওরের কারনেই তাঁর মৃত্যু হয়েছে। অসুস্থতার কারনে গত কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, জানিয়েছেন পুত্র সৌর্য্যপ্রসাদ গর্গ। মৃত্যুকালে ইন্দ্রাণী দেবীর বয়স হয়েছিল ৬৩ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীমতি ইন্দ্রাণী গর্গের মৃতদেহ কলকাতার কেওড়াতলার শ্মশানে নিয়ে যাওয়া হবে । সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
এ দিকে ইন্দ্রাণী দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা মহিষাদল জুড়ে। সাধারণ মানুষ থেকে রাজ পরিবারের কর্মচারী, সকলেরই মন খারাপ। আসলে প্রতি বছর পুজো এলেই রানীমা হাজির হতেন মহিষাদল রাজবাড়ির দুর্গা মন্ডপে। দুর্গা মায়ের আগমন থেকে বিসর্জন, সবকিছুই তিনি একা হাতে সামলাতেন। পারিবারিক প্রাচীন রীতিনীতি মেনে সবাইকে সঙ্গে নিয়েই পুজোর আয়োজন সামাল দিতেন রানীমা। তাঁর মৃত্যুতে রাজবাড়ি থেকে দুর্গা মন্ডপ, সবেতেই এখন শুধু শূন্যতা আর শূন্যতা! মা-কে হারিয়ে সে কথাই বারবার বলছিলেন তাঁর একমাত্র পুত্র সৌর্য্যপ্রসাদ এবং একমাত্র কন্যা ঊর্মিলা। দুজনের মুখে একটাই কথা - দুর্গা মা আসবেন, কিন্তু আমাদের মা তো আর আসবেন না!
advertisement
advertisement
SUJIT BHOWMIK 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahishadal Rajbari: হারিয়ে গেল ইতিহাস! মহিষাদল রাজবাড়ির রানীমাকে আর দেখা যাবে না পরিচিত দালানে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement