'এক কাপ চায়ে'... চায়ের সঙ্গে সংস্কৃতি, জ্ঞান ও আড্ডার এক অপূর্ব মেলবন্ধন পুরুলিয়ার ‘চা-চত্বর’
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
চায়ের দোকান মানেই আমরা সাধারণত বুঝি ধোঁয়া ওঠা এক কাপ চা আর কিছুক্ষণ জন্য আড্ডা। কিন্তু পুরুলিয়া জেলার নিতুড়িয়ার ‘চা-চত্বর’ এই প্রচলিত ধারণাকে ভেঙ্গে দিয়ে তৈরি করেছে এক অভিনব দৃষ্টান্ত।
পুরুলিয়া, শান্তনু দাস: চায়ের দোকান মানেই আমরা সাধারণত বুঝি ধোঁয়া ওঠা এক কাপ চা আর কিছুক্ষণ জন্য আড্ডা। কিন্তু পুরুলিয়া জেলার নিতুড়িয়ার ‘চা-চত্বর’ এই প্রচলিত ধারণাকে ভেঙ্গে দিয়ে তৈরি করেছে এক অভিনব দৃষ্টান্ত।নিতুড়িয়ার সরবড়ি মোড়ে অবস্থিত এই ‘চা-চত্বর’ শুধুই একটি চা দোকান নয়, বরং হয়ে উঠেছে জ্ঞান-সংস্কৃতি ও সামাজিক চেতনাবোধের এক মনোমুগ্ধকর পাঠশালা। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান কিংবা সমাজ ভাবনা। দোকানে তাক ভর্তি সাজান রয়েছে নানা বিষয়ের বই।
দোকানে এসে যে কেউ হাতে তুলে নিতে পারেন তার পছন্দের বই আর চায়ের কাপে চুমুক দিতে দিতে হারিয়ে যেতে পারেন জ্ঞানের গভীরে। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন চা চত্বরের কর্ণধার দোকান ব্যবসায়ী সৈকত মণ্ডল ও তার দাদা লাল্টু মণ্ডল। তাদের অভিনব চিন্তাভাবনাতেই এই সাধারণ চা দোকান রূপ পেয়েছে অসাধারণ এক চা দোকানের। চা-চত্বরের খ্যাতি এখন শুধুই স্থানীয় মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ ছুটে আসছেন এই বিশেষ চা-চত্বরে। তারা শুধু এক কাপ চা নয়, সঙ্গে নিচ্ছেন অনুপ্রেরণার চুমুকও।
advertisement
সৈকত ও লাল্টুর এই অসাধারণ প্রয়াসকে জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন। তবে চা চত্বরের চমক এখানেই শেষ নয়। এই দোকানে পাওয়া যায় আট রকমের চা, প্রতিটি চায়ের স্বাদে লুকিয়ে আছে ভিন্ন অভিজ্ঞতা। স্বাদের গভীরে মিশে আছে অনন্যতা। চায়ের এই বৈচিত্র্য যেমন রসনাকে তৃপ্ত করে, তেমনই দৃষ্টি আকর্ষণ করে দোকানের অনন্য সাজসজ্জাও। বাঁশের চাটাই ও ঝুড়ির নান্দনিক ব্যবহারে ঘেরা দোকানের পুরো পরিবেশ। দোকানের দেওয়ালে টাঙানো রয়েছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের মুখোশ, যা স্থানীয় লোকসংস্কৃতির জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে।
advertisement
advertisement
অন্য প্রান্তের দেওয়ালে স্থান পেয়েছে পুরুলিয়ার বিভিন্ন মনোমুগ্ধকর আলোকচিত্র, যা দর্শকদের নিয়ে যায় পুরুলিয়ার মাটির অপার সৌন্দর্য ও বৈচিত্র্যের গভীরে। ‘চা-চত্বর’ আজ শুধুই একটি দোকান নয়, এটি হয়ে উঠেছে সংস্কৃতি, জ্ঞান ও সামাজিক চেতনা বোধের এক মিলনক্ষেত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 8:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'এক কাপ চায়ে'... চায়ের সঙ্গে সংস্কৃতি, জ্ঞান ও আড্ডার এক অপূর্ব মেলবন্ধন পুরুলিয়ার ‘চা-চত্বর’