Purulia News: অসামান্য কাজের জন্য রাষ্ট্রপতির পুরস্কার পেলেন পুরুলিয়ার ছাত্র অভিজিৎ ভুঁই
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
Last Updated:
অসামান্য কাজ করে পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করছে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অভিজিৎ ভুঁই। জাতীয় সেবা প্রকল্পের আওতায় দুর্দান্ত কাজ করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি। Purulia student Abhijit Bhui received President award for social work.
পুরুলিয়া: অসামান্য কাজ করে পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করছে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অভিজিৎ ভুঁই। জাতীয় সেবা প্রকল্পের আওতায় দুর্দান্ত কাজ করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি। গত ২৯-শে সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এইদিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ও ভলেন্টিয়ারদের সম্মানিত করা হয়। তাদের সম্মানিত করেন মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
জাতীয় সেবা প্রকল্পের সদস্য হিসাবে এই বছর পশ্চিমবঙ্গ থেকে এনএসএস ভলান্টিয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন অভিজিৎ ভুঁই। রাজ্যের মধ্যে একমাত্র ভলান্টিয়ার হিসেবে তিনি এই পুরস্কারে পেয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে অভিজিৎ ভুঁই সক্রিয়ভাবে জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যেমন-রক্তদান, বৃক্ষরোপণ, ডেঙ্গুসচেতনতা, ল্যাপ্রোসি সচেতনতা, পরিবেশ সচেতনতা সহ একাধিক কাজে অংশগ্রহণ করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে।
advertisement
এ বিষয়ে অভিজিৎ ভুঁই জানান, আমার ভীষণই ভাল লেগছে সম্মানীয় রাষ্ট্রপতি হাত থেকে এই পুরস্কার পেয়ে। এই সাফল্যে সর্বোপরি আমি আমার বাবা-মাকে ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি এনএসএস-র সমস্ত অফিসিয়ালসদের ধন্যবাদ জানাই যারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে থেকেছে। পাশাপাশি আমি আমার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপকও অধ্যাপিকাকে ধন্যবাদ জানাই। এই পুরস্কার পাওয়ার পর আমার দায়িত্ব আরও অনেকটাই বেড়ে গেল। আমি চেষ্টা করব আগামী দিনে সেই সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Shubman Gill Dengue Positive: শুভমান গিলের ডেঙ্গি, ওপেনে রোহিতের সঙ্গী কে? তালিকায় একাধিক নাম
উল্লেখ্য , বাঁকুড়া জেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা অভিজিৎ ভুঁই। বর্তমানে তিনি এনথ্রপলজি ও ট্রাইবাল স্টাডিজের উপরে ডিপ্লোমা করছেন। ২০২১ সালের ২৬-শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এর নেতৃত্বও দিয়েছিলেন। রাজ্যস্তরে ২০২১-২২ সালে স্টেট লেভেল বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডও পেয়ছিলেন তিনি। এবার জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সক্রিয় কাজের জন্য মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র হাত থেকে থেকে পুরস্কার পেলেন তিনি। তার এই সাফল্যে খুশি তার পরিবার পরিজন সহ সমগ্র গ্রামের মানুষেরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2023 8:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: অসামান্য কাজের জন্য রাষ্ট্রপতির পুরস্কার পেলেন পুরুলিয়ার ছাত্র অভিজিৎ ভুঁই