Kali Puja 2025: ঐতিহ্যের গর্ব এবং গভীর ভক্তির আবেশে ভরপুর পুরুলিয়ার প্রাচীন ‘হিলা কালী পুজো’
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Shantonu Das
Last Updated:
Kali Puja 2025:পুরুলিয়ার ঐতিহ্যবাহী কালী পুজোগুলোর মধ্যে রঘুনাথপুরের ‘হিলা কালী' বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় মানুষের বিশ্বাস, এই পুজোর সূচনা এক অলৌকিক ঘটনার মধ্য দিয়েই হয়েছিল।
পুরুলিয়া,শান্তনু দাস: পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালী পুজোগুলোর মধ্যে রঘুনাথপুরের ‘হিলা কালী’ বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় মানুষের বিশ্বাস, এই পুজোর সূচনা এক অলৌকিক ঘটনার মধ্য দিয়েই হয়েছিল। কথিত আছে, মন্দিরে দেবী কালী প্রতিমা প্রতিষ্ঠার দিন প্রতিমাটি নাকি নিজে থেকেই ‘হিলেছিলেন’ বা দুলেছিলেন। আর এই অলৌকিক ঘটনার পরই দেবীর নামকরণ হয় ‘হিলা কালী’, এবং সেই নামেই পরবর্তীতে পরিচিতি লাভ করে মন্দির ও পুজো দুটোই। এই অনন্য কাহিনিই ‘হিলা কালী পুজো’-কে পুরুলিয়ার কালীপুজোগুলোর মধ্যে এক বিশেষ পরিচিতি প্রদান করেছে।
স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের ভক্তরাও এই পুজোর সময় ভিড় জমান দেবীর দর্শনে। উৎসবের আবহে এই মন্দির পরিণত হয় এক প্রাণচঞ্চল তীর্থক্ষেত্রে। বর্তমানে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। প্রায় অর্ধশতাব্দী আগে শুরু হওয়া এই পুজো আজ এলাকাবাসীর কাছে এক বিশেষ গৌরবের।
আরও পড়ুন: নিশ্চিন্তে খান ব্লাড সুগারে! ভরসা রাখুন গর্ভবতীরাও! বিশেষ ফুলের রেণুর এই ‘তিতো’ মধু সবথেকে খাঁটি! বিশুদ্ধতায় ভরপুর!
পুজো কমিটির অন্যতম সদস্য বিবেকানন্দ মুখোপাধ্যায়-সহ পুজো কমিটির সম্পাদক বীরজু বাউড়ি বলেন, ‘‘আজ থেকে প্রায় ৫০ বছর আগে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে শুরু হওয়া এই পুজো আজ রঘুনাথপুর তো বটেই, পুরুলিয়া জেলার বুকে এক অন্য মাত্রা পেয়েছে। বর্তমানে আমরা এলাকার যুবকরা এই পুজো পরিচালনা করে আসছি। যখন পুজো প্রথম শুরু হয়েছিল, তখন এই এলাকা ছিল সম্পূর্ণ জনশূন্য। কিন্তু ‘হিলা কালী’র পুজো শুরু হওয়ার পর থেকেই এখানে বসতি গড়ে উঠেছে, বাড়িঘরে ভরে উঠেছে পুরো এলাকা।”
advertisement
advertisement
অলৌকিক কাহিনি, ঐতিহ্যের গর্ব এবং গভীর ভক্তির আবেশে ভরপুর এই ‘হিলা কালী পুজো’ আজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি রঘুনাথপুরের অস্তিত্ব, পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 4:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ঐতিহ্যের গর্ব এবং গভীর ভক্তির আবেশে ভরপুর পুরুলিয়ার প্রাচীন ‘হিলা কালী পুজো’