Durga Puja Travel 2023: পুরুলিয়ায় রয়েছে এই লুকনো রত্ন-স্থান, বিশেষ জায়গায় না গেলে বড় মিস করবেন!
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja Travel 2023: আপনি কি প্রকৃতিপ্রেমী, একান্তে প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটাতে চান, তবে আপনার জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে এই জায়গাটি...
পুরুলিয়া: বিস্তীর্ণ এলাকা জুড়ে গঠিত সিএডিসির কুমারি কানন। এখানে সবটাই পরিবেশ বান্ধব। এখানে ভেষজ উপায়ে চাষ হয় সবজি, ফল। চাষ হয় বিভিন্ন প্রজাতির মাছ। সর্বোপরি সুস্বাদু বাংলার কালো ছাগলও চাষ হয়। যারা এই সিএডিসিতে বেড়াতে আসেন, তাদের পাতে পরে একেবারে টাটকা সবজি থেকে মাছ, মাংস।
এ প্রসঙ্গে সিএডিসিতে কর্মরত এক কর্মী জানান, ‘সারা বছরই পর্যটক আনাগোনা করে এখানে। পর্যটকরা যে ধরনের খাবার চান আমরা সেই ধরনের খাবারই তাদেরকে দেওয়ার চেষ্টা করি।’
আরও পড়ুনঃ এ বছরের কালীপুজো ও দীপাবলি কবে? কতক্ষণ থাকবে অমাবস্যা তিথি, শুভ সময়? জানুন বিস্তারিত
এ প্রসঙ্গে সিএডিসি আধিকারিক সুশান্ত খাটুয়া বলেন, একেবারেই ইকো ট্যুরিজম সিএডিসি। ৭৫০ একর জমির উপর তৈরি হয়েছে এই প্রজেক্ট। আগামী দিনে এই ট্যুরিজমকে ডেস্টিনেশন ওয়েডিংয়ের একটি অন্যতম স্থান করে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে বঙ্গবাসী। পুজোর চারটে দিন কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে অনেকেই বেরিয়ে পড়েন নিরিবিলিতে ছুটি কাটাতে। আর আপনি যদি হন প্রকৃতিপ্রেমী তবে আপনার জন্য এ বছর পুজোয় বেড়ানোর সেরা ঠিকানা হতে পারে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিএডিসির কুমারীকানন। প্রিয়জনদের সঙ্গে একেবারেই নিরিবিলিতে সময় কাটানো যেতে পারে এখানে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 28, 2023 10:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel 2023: পুরুলিয়ায় রয়েছে এই লুকনো রত্ন-স্থান, বিশেষ জায়গায় না গেলে বড় মিস করবেন!







