Purulia News: নতুন প্রজন্মকে মাঠমুখী করতে পুরুলিয়ায় ক্রিকেট খেলোয়াড়ের প্রশংসনীয় উদ্যোগ, মাঠে ফিরছে খুদেরা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia News: বর্তমান যুব সমাজকে মাঠমুখী করে তুলতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুরের যুবক, দক্ষ ক্রিকেট খেলোয়াড় মৃন্ময় চন্দ্র।
পুরুলিয়া, শান্তনু দাস: বর্তমান যুব সমাজকে মাঠমুখী করে তুলতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুরের যুবক, দক্ষ ক্রিকেট খেলোয়াড় মৃন্ময় চন্দ্র। ক্রিকেটের প্রতি তার গভীর ভালবাসা ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি রঘুনাথপুর মহকুমা ক্রীড়াঙ্গনে বিভিন্ন বয়সের ছেলেদের হাতে কলমে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছেন। মৃন্ময়ের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার ফলে এলাকার বহু ছেলে এখন ক্রিকেটে অনেকটাই পারদর্শী হয়ে উঠেছেন।
মৃন্ময় চন্দ্র বিগত ১৯ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলায় নিজের দক্ষতার ছাপ রেখেছেন এবং একাধিক সাফল্য অর্জন করেছেন। দীর্ঘদিনের খেলোয়াড়ি জীবনে অর্জিত অভিজ্ঞতা ও শৃঙ্খলাকে তিনি আজ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। যুব সমাজকে মোবাইল ও নেশামুক্ত করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই তাঁর এই উদ্যোগ।
advertisement
advertisement
মৃন্ময় চন্দ্র জানান, “আমি চেষ্টা করি পুরুলিয়ার রঘুনাথপুর এলাকার যুব সমাজকে মাঠমুখী করে তুলতে। কারণ মাঠে এলে একদিকে যেমন তাদের শারীরিক ফিটনেস থাকবে, তেমনই মানসিকভাবেও তারা সুস্থ থেকে আগামী দিনের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। সেই জন্যই আমি নিজে থেকে প্রতিদিন বিকেলবেলা তাদের ফোন করে মাঠে খেলাধুলার জন্য আসতে বলি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, “আমি অভিভাবকদের কাছেও অনুরোধ জানাতে চাই, আপনারা আপনার সন্তানদের প্রতিদিন অন্তত দুই ঘণ্টার জন্য হলেও মাঠে খেলতে পাঠান। এতে তারা মোবাইল ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকবে এবং সুস্থ, সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে।” মৃন্ময়ের এই উদ্যোগ নিঃসন্দেহে রঘুনাথপুরের ক্রীড়া জগতের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত। তার প্রচেষ্টা এলাকার যুব সমাজকে নতুন প্রেরণা দিচ্ছে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 07, 2026 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: নতুন প্রজন্মকে মাঠমুখী করতে পুরুলিয়ায় ক্রিকেট খেলোয়াড়ের প্রশংসনীয় উদ্যোগ, মাঠে ফিরছে খুদেরা









