Purulia News: টানা বৃষ্টিতে করুণ পরিস্থিতি...! ভাঙল ৫০ বাড়ি, খুব বাজে অবস্থা পুরুলিয়ার এই ব্লকে
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia News: ঝড় বৃষ্টির দাপটে ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে দক্ষিণের বেশিরভাগ জেলার মানুষকে। জেলা পুরুলিয়াতেও বৃষ্টির দাপট যথেষ্ট রয়েছে।
পুরুলিয়া: ঝড় বৃষ্টির দাপটে ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে দক্ষিণের বেশিরভাগ জেলার মানুষকে। জেলা পুরুলিয়াতেও বৃষ্টির দাপট যথেষ্ট রয়েছে। বিগত ক-দিনের বৃষ্টিতে বলরামপুর ব্লকে ভেঙ্গে গিয়েছে ৫০টিরও বেশি কাঁচা বাড়ি। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের জন্য অস্থায়ী ক্যাম্পে থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে বলরামপুর ব্লক প্রশাসন। প্রায় ১০ থেকে ১৫ টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুরুলিয়ার বলরামপুরের বিডিও সৌগত চৌধুরী বলেন, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়ে রাখা হয়েছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণই ব্লকের পক্ষ থেকে করা হচ্ছে। ভেঙে যাওয়া বাড়িগুলি যাতে দ্রুত মেরামত করা হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
advertisement
advertisement
এ বিষয়ে বলরামপুরের এক বাসিন্দা বলেন, বৃষ্টির কারণে তার বাড়ির অবস্থা একেবারেই শোচনীয় হয়ে গিয়েছে। তিনি অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। আবাস যোজনার বাড়ি টাকা পেলেও জমি সংক্রান্ত সমস্যার কারণে তিনি বাড়ি তৈরি করতে পারেননি। তাই ব্লক প্রশাসনের কাছে তার আবেদন যাতে তার বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে পুরুলিয়াতে। আর তাতেই বিপাকে পড়েছেন গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ। বাড়ি ভেঙে গিয়ে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। যদিও সমস্ত দিক থেকেই সহযোগিতার চেষ্টা করছে ব্লক প্রশাসন।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2025 4:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: টানা বৃষ্টিতে করুণ পরিস্থিতি...! ভাঙল ৫০ বাড়ি, খুব বাজে অবস্থা পুরুলিয়ার এই ব্লকে









