Purulia News: শিশুসন্তান জন্মের খুশিতে আত্মহারা বাবা-মা! গোলাপ ফুলের সুসজ্জিত গাড়িতে করে অভিনব ভাবে বাড়ি এল 'রাজকন্যা'
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: এ বিষয়ে সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ মাহাত বলেন, 'এই পরিবার যে কাজ করেছে তা প্রশংসনীয়। অনেকেই কন্যা সন্তানকে দেখে মুখ ফেরান। সেখানে এই ব্যতিক্রমী কাজ প্রশংসাযোগ্য। রাজ্য সরকার মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। তাই মেয়েরা অবহেলিত নয়।'
পুরুলিয়া: সদ্যোজাত শিশুকন্যাকে অভিনব কায়দায় বরণ করে ঘরে তুললেন বাবা। সিন্দ্রি গ্রামের বাসিন্দা কার্তিক কুম্ভকার পেশায় বাস। সম্প্রতি তাঁর স্ত্রী কন্যা সন্তানের মা হন। এটি তাঁদের দ্বিতীয় সন্তান। নবজাতক এই শিশু কন্যাকে গোলাপ ফুলের সুসজ্জিত গাড়িতে করে অভিনব কায়দায় বাড়ি নিয়ে আসেন তাঁরা। গোটা বাড়ি ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে তোলেন সদ্যোজাতকে স্বাগত জানাতে। প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। মেয়ে হওয়ার আনন্দে মেতে ওঠে গোটা পরিবার।
এ যেন এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল সিন্দ্রি গ্রামে। এ বিষয়ে কার্তিক কুম্ভকার বলেন, ‘তিনি আগে থেকেই পরিকল্পনা নিয়েছিলেন যদি তাঁর কন্যা সন্তান জন্মায় তাকে এই ভাবেই ধুমধাম করে বাড়িতে নিয়ে আসবেন। কন্যা সন্তান ঘরের লক্ষ্মী- এই বার্তা দিতেই তাঁর এ হেন উদ্যোগ। কার্তিক কুম্ভকারের মা ষষ্ঠী কুম্ভকার বলেন, মেয়ে সন্তানকে প্রতিপালন করা পুণ্যের কাজ। তাই মেয়ে হওয়ায় আমরা সকলেই খুবই খুশি। সেই কারণেই এই সমস্ত আয়োজন করা হয়েছে।’
advertisement
advertisement
এ বিষয়ে সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ মাহাত বলেন, ‘এই পরিবার যে কাজ করেছে তা প্রশংসনীয়। অনেকেই কন্যা সন্তানকে দেখে মুখ ফেরান। সেখানে এই ব্যতিক্রমী কাজ প্রশংসাযোগ্য। রাজ্য সরকার মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। তাই মেয়েরা অবহেলিত নয়।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: শিশুসন্তান জন্মের খুশিতে আত্মহারা বাবা-মা! গোলাপ ফুলের সুসজ্জিত গাড়িতে করে অভিনব ভাবে বাড়ি এল 'রাজকন্যা'
