Purulia Book Fair: ডিজিটাল যুগেও বইয়ের জয়জয়কার, নতুন গন্ধে মো মো করছে মানভূম! ভিক্টোরিয়া ময়দানে শুরু বইমেলা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia Book Fair: পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া স্কুল ময়দানে এই মেলার সূচনা হয়। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে জেলা বই মেলা।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বই মানুষের পরম বন্ধু। বইয়ের বিকল্প হয় না। ৪০ তম জেলা বইমেলার সূচনা হল পুরুলিয়ায়। পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া স্কুল ময়দানে এই মেলার সূচনা হয়। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে জেলা বই মেলা। এ-বছর ১০৬ টি বুক স্টল রয়েছে। প্রথম দিন থেকেই বইপ্রেমী মানুষদের ঢল নামতে শুরু করে এই মেলায়। এই বইমেলায় রয়েছে নানান আকর্ষণ।
বিভিন্ন নামিদামি লেখকের বইয়ের পাশাপাশি। পুরুলিয়ার শিল্পসংস্কৃতি, লোকসংস্কৃতিকে, বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মানভূমের ইতিহাসকে কাছ থেকে জানার সুযোগ রয়েছে এই মেলায়। এছাড়াও প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে জেলাশাসক সুধীর কন্থাম বলেন, বিগত ৪০ বছর ধরে এই মেলা হয়ে আসছে। আগামী দিনেও এই মেলা চলবে। শুরুর সময় থেকেই মানুষের মধ্যে যে উৎসাহ রয়েছে তাতে আশা করা যাচ্ছে বইমেলা থেকে ভালো সাড়া পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: ঘুম ভাঙবে পাখির ডাকে, দেখা মিলতে পারে দক্ষিণরায়ের! সুন্দরী-গরানে ঘেরা কোর জঙ্গল, ঘুরে আসুন কলস দ্বীপ থেকে
প্রযুক্তিগত উন্নতি হলেও যতদিন বই থাকবে ততদিন বইমেলাও চলবে। কারণ টেকনোলজি কখনই বইয়ের বিকল্প হতে পারে না। এ বিষয়ে বিশিষ্ট সাহিত্যিক তথা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালিপদ সরেন বলেন, প্রযুক্তির উন্নতি হলেও বইয়ের গুরুত্ব ভুললে চলবে না। মানুষের প্রাথমিক লেখাপড়া থেকে উচ্চ শিক্ষা সবটাই বইয়ের উপর নির্ভরশীল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই পুরোপুরি প্রযুক্তির উপর ভরসা করে যদি জীবনের গতি চলতে থাকে তাহলে মানুষ যান্ত্রিক হয়ে যাবে। তাই বই সর্বদাই বইয়ের জায়গায় থাকবে। এই বইমেলাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানের পূর্বে জেলা গ্রন্থাগার থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ‘বইয়ের জন্য হাঁটুন’ শীর্ষক এক বর্ণাঢ্য পদযাত্রা হয়। সেখানে জেলার লোকসংস্কৃতি সাঁওতালি নৃত্য ছৌ নৃত্য তুলে ধরা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 24, 2025 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Book Fair: ডিজিটাল যুগেও বইয়ের জয়জয়কার, নতুন গন্ধে মো মো করছে মানভূম! ভিক্টোরিয়া ময়দানে শুরু বইমেলা







