স্বাধীনতার ৭৯ বছর পরেও বদলায়নি এই পাড়ার মানুষের জীবনযাত্রা! আসল ঘটনা জানলে 'থ' হয়ে যাবেন

Last Updated:

দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও উন্নয়নের 'ছোঁয়া' পায়নি এই পাড়ার বাসিন্দারা

+
স্বাধীনতার

স্বাধীনতার এত বছর পরেও 'বঞ্চিত' এই এলাকা

বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ সদ্য ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও পুরুলিয়ার বলরামপুর ব্লকের রেজিস্ট্রি পাড়ার বাসিন্দারা উন্নয়ন থেকে বহু দূরে। এই এলাকায় প্রায় ৫০০ পরিবারের বসবাস। দীর্ঘদিন থেকে তাঁরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত।
বলরামপুর শহর লাগোয়া এই এলাকা। এখানে এখনও পৌঁছয়নি বিদ্যুৎ। রাস্তা নেই, ঠিকঠাক পানীয় জলের ব্যবস্থার অভাব। নিরাপত্তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। নিকাশি ব্যবস্থাও ঠিকঠাকভাবে তৈরি করা হয়নি এই এলাকায়। স্বাধীনতার এত বছর পরেও এই এলাকার মানুষদের জীবনযাত্রার কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুনঃ জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে পিএফের টাকা কেলেঙ্কারি! চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে
গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনিক বিভিন্ন দফতরে জানিয়েও এই গ্রামে কোনও কাজ হয়নি। এই বিষয়ে গ্রামবাসীরা বলেন, স্বাধীনতার এত বছর পরেও এলাকায় পাকা রাস্তা নেই। ‌সামান্য বৃষ্টিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে ওঠে। অপর্যাপ্ত ড্রেনের ব্যবস্থার কারণে জল জমে যায়। এছাড়াও বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্ত হয় পড়ুয়াদের পড়াশোনা। তাই তাঁরা অবিলম্বে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, সঠিকভাবে নিকাশি নালা, পাকা রাস্তা তৈরি ও বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, বলরামপুরে রেজিস্ট্রি পাড়ার এই সমস্যার কথা তিনি সেভাবে জানতেন না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাধীনতার পর কেটে গিয়েছে বহু বছর। তবে এখনও অনেকখানি পিছিয়ে রয়েছে বলরামপুরের এই রেজিস্ট্রি পাড়ার বাসিন্দারা। কবে তাঁদের সমস্যার সমাধান হবে? সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বাধীনতার ৭৯ বছর পরেও বদলায়নি এই পাড়ার মানুষের জীবনযাত্রা! আসল ঘটনা জানলে 'থ' হয়ে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement