Battery Scooter: ব্যাটারি চালিত স্কুটির শোরুমে ভয়াবহ আগুন, চোখের নিমেষে বিস্ফোরণ! সমস্ত স্কুটির যা হল, হাড়হিম ঘটনা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Fire Incident : ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে ব্যাটারি বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।
পুরুলিয়া, শান্তনু দাস : পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে একটি ব্যাটারি চালিত স্কুটির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল। প্রাথমিকভাবে জানা গেছে, একটি স্কুটির ব্যাটারি বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন পুরো শোরুমে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় বহু মানুষের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শোরুমের কর্ণধার সানিত মুখার্জি জানান, “অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব না হলেও শোরুমে থাকা প্রায় সমস্ত ব্যাটারি চালিত স্কুটি আগুনে পুড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি দোকানের ভেতরে থাকা অন্যান্য সামগ্রীও পুড়ে ছাই হয়ে গেছে।”
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি। তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন।
আরও পড়ুন- ছোলার ডালের উপর লিওনেল মেসি! রানাঘাটের শিল্পীর তাক লাগানো হাতের কাজ
জানা গেছে, এই অগ্নিকাণ্ডে শোরুমে থাকা প্রায় সমস্ত ব্যাটারি চালিত স্কুটিই আগুনে পুড়ে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে ব্যাটারি বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
Dec 30, 2025 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Battery Scooter: ব্যাটারি চালিত স্কুটির শোরুমে ভয়াবহ আগুন, চোখের নিমেষে বিস্ফোরণ! সমস্ত স্কুটির যা হল, হাড়হিম ঘটনা









