অযোধ্যা পাহাড়ের 'কোলে' জ্বালিয়েছেন শিক্ষার আলো! এই ব্যক্তির কর্মকাণ্ডে গর্বিত গোটা জেলা

Last Updated:

শুধু মালতি মুর্মু নয়, অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো জ্বালাচ্ছেন মদন হাঁসদা, গড়ে তুলেছেন আবাসিক স্কুল!

+
মদন

মদন হাঁসদা

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ মদন হাঁসদা, এই নামটা শুনলেই অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এলাকার সুরজন্ডি গ্রামের মানুষদের মুখে গৌরবের হাসি ফুটে ওঠে। গ্রামে গ্রামে ঘুরে ভেটেনারির কাজ করেন মদন বাবু। রোজগারের সামান্য টাকা দিয়েই তিনি গড়ে তুলেছেন সিধু কানু শিক্ষা নিকেতন। এটি একটি প্রাথমিক আবাসিক বিদ্যালয়। ‌২০২০ সালে পথচলা শুরু হয় এই বিদ্যালয়ের। বর্তমানে এখানে রয়েছে ১২১ জন আবাসিক ছাত্র-ছাত্রী। তার মধ্যে রয়েছে ৬৬ জন ছেলে ও ৫৫ জন মেয়ে। তাদের থাকা-খাওয়া সমস্ত ব্যবস্থা রয়েছে এই বিদ্যালয়ে। অভিভাবকদের সহযোগিতায় ও অল্প কিছু দানের মাধ্যমে চলে এই আবাসিক স্কুল।
আরও পড়ুনঃ খেলাই তাঁদের ধ্যান-জ্ঞান! জঙ্গলমহলের মেয়েরা ‘বল’ নিয়ে দৌড়াচ্ছে মাঠে, চোখে বিশ্বকাপের স্বপ্ন
তবে এই বিদ্যালয়ে নেই কোনও পাকা ঘর। মাটির ঘরেই থাকতে হয় বাচ্চাদের। ‌মেলে না কোনও সরকারি সহযোগিতা। পাহাড়তলীর বিভিন্ন গ্রাম থেকে কচিকাচারা এই আবাসিক স্কুলে পড়াশোনা করতে আসে। তার জন্য দিতে হয় ৬৫০ টাকা করে। এখানে রয়েছে ছয় জন শিক্ষক ও এক জন রাঁধুনি। স্বল্প খরচে মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতেই এই উদ্যোগ নিয়েছেন মদন হাঁসদা।
advertisement
এ বিষয়ে এক অভিভাবক শুকুরুনী টুডু বলেন,  এই বিদ্যালয়ে পঠন-পাঠন খুবই ভাল হয়। তাই তারা দূর থেকে হলেও ছেলে-মেয়েদের এই বিদ্যালয়ে পাঠান। তিনি চান, এই বিদ্যালয়ে দালান ঘর তৈরি হোক।
advertisement
আরও পড়ুনঃ মরেও ‘শান্তি’ নেই এখানে! ভরা বর্ষায় খোলা আকাশের নীচে দেহ দাহ, কোথায় এমন দুর্ভোগ জানেন?
এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক মিহির হেমব্রম বলেন, নির্দিষ্ট কোনও পারিশ্রমিক নেই তাঁদের। যখন যেমন অর্থ মেলে সেই ভাবেই তিনি শিশুদের পঠন-পাঠন করান। মূলত মদনবাবুর এই মহৎ উদ্দেশ্যে পাশে দাঁড়ানোর জন্যই এগিয়ে এসেছেন তিনি। এ বিষয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেকটর স্কুল প্রাইমারি এডুকেশন কানাইলাল বাঁকুড়া বলেন, মদনবাবু যে কাজ করছেন তা খুবই ভাল একটি উদ্যোগ। তাঁর এই কাজকে সাধুবাদ জানান তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অযোধ্যা পাহাড়ের শিশুদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে এগিয়ে এসেছেন মদন হাঁসদা। নানান প্রতিকূলতার সম্মুখীন হয়েও থেমে থাকেননি তিনি। চালিয়ে গিয়েছেন নিজের কর্মযজ্ঞ। সহযোগিতা পেলে আগামী দিনে আরও ভালভাবে শিশুদের জন্য কাজ করতে চান মদন হাঁসদা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অযোধ্যা পাহাড়ের 'কোলে' জ্বালিয়েছেন শিক্ষার আলো! এই ব্যক্তির কর্মকাণ্ডে গর্বিত গোটা জেলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement