Junior Singer : মঞ্চে উঠলেই কাঁপিয়ে দিচ্ছে এলাকা, গলায় যেন সাক্ষাৎ সরস্বতীর বাস! ১১ বছরের মেয়ে পুরুলিয়ার গর্ব
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Junior Singer : বয়স মাত্র ১১, অথচ এই বয়সে সুর আর সংগীতে পর্ণশ্রী মন্ডল আজ রাজ্যের নানা প্রান্তে মঞ্চ কাঁপাচ্ছে তার মিষ্টি কণ্ঠে।
পুরুলিয়া, শান্তনু দাস : বয়স মাত্র ১১, অথচ এই অল্প বয়সেই সুর আর সংগীত তার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ছোট্ট গায়িকা পর্ণশ্রী মন্ডল আজ রাজ্যের নানা প্রান্তে মঞ্চ কাঁপাচ্ছে তার মিষ্টি কণ্ঠে। সংগীতের প্রতি তার গভীর ভালবাসা ও নিষ্ঠা তাকে এনে দিয়েছে একের পর এক সাফল্য। সম্প্রতি অনুষ্ঠিত স্টেট লেভেল সিঙ্গিং কম্পিটিশনের গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়নের খেতাব জিতে পর্ণশ্রী আবারও প্রমাণ করল, প্রতিভার কোনও বয়স হয় না।’
পর্ণশ্রীর বাবা প্রসেনজিৎ মন্ডল ও মা রাজশ্রী মন্ডল দু’জনেই সংগীত জগতের সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই মা-বাবার কাছেই সংগীতের প্রথম পাঠ নিয়েছে পর্ণশ্রী। বাঁকুড়ার কোতুলপুরে জন্ম হলেও, বিগত ১২ বছর ধরে পর্ণশ্রী ও তার পরিবার পুরুলিয়ার কাশীপুরে বসবাস করছে।
আরও পড়ুন : ‘সবুজের ক্লাসরুম’, হাতেকলমে চাষাবাদে হাতেখড়ি পড়ুয়াদের! পুরুলিয়ার স্কুল ক্যাম্পাস যেন আস্ত বাগান
advertisement
advertisement
পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করা খুদে গায়িকা পর্ণশ্রী জানান, “ছোটবেলা থেকেই মা-বাবার কাছেই গান শিখতাম। আগে আলাদা করে কোনও ক্লাস করতাম না, তবে গত তিন বছর ধরে দু’জন শিক্ষাগুরুর কাছে নিয়মিতভাবে গান শিখছি। আগামীদিনে আমার স্বপ্ন, এই গান নিয়েই আরও দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। যেন গানের মধ্য দিয়েই সবার মন জয় করতে পারি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে পর্ণশ্রীর মা রাজশ্রী মন্ডল বলেন, “আমাদের পুরো পরিবারই সংগীতের সঙ্গে যুক্ত। ছোট থেকেই গান শুনে বড় হয়েছে পর্ণশ্রী। এখন যখন দেখি, আমার সেই ছোট্ট মেয়ে মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে, সত্যিই গর্ব হয়। আশা করি, আগামীদিনে আরও বড় একজন শিল্পী হিসেবে নিজের জায়গা করে নেবে সে।” নিষ্ঠা, পরিশ্রম আর সংগীতের প্রতি অপরিসীম ভালবাসা পর্ণশ্রীর পথচলার প্রেরণা। বয়সে ছোট হলেও তার স্বপ্ন অনেক বড়। নিজের সুরের জাদুতে সকলকে মুগ্ধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে সে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 14, 2025 11:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Junior Singer : মঞ্চে উঠলেই কাঁপিয়ে দিচ্ছে এলাকা, গলায় যেন সাক্ষাৎ সরস্বতীর বাস! ১১ বছরের মেয়ে পুরুলিয়ার গর্ব
