পুরুলিয়ার দুলমির কাছে মরণফাঁদ, পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়ক সংস্কার
Last Updated:
নিউজ এইটিন বাংলার খবরের জের। শুরু হল পুরুলিয়া-জামশেদপুর বত্রিশ নম্বর জাতীয় সড়ক সংস্কার।
#পুরুলিয়া: নিউজ এইটিন বাংলার খবরের জের। শুরু হল পুরুলিয়া-জামশেদপুর বত্রিশ নম্বর জাতীয় সড়ক সংস্কার। এতদিন এ রাস্তার বেহাল দশা ছিল। প্রায়শই দুর্ঘটনাও ঘটত। বাসিন্দাদের বক্তব্য, বারবার অভিযোগ জানালেও রাস্তা মেরামতি হয়নি। এটা যে জাতীয় সড়ক...রাস্তার জরাজীর্ণ চেহারা দেখে
পুরুলিয়া থেকে মানবাজার, বলরামপুর, পুঞ্চা, বাগমুণ্ডি যেতে হলে এ রাস্তাই ভরসা। ঝাড়খণ্ডের বাসিন্দারাও বোকারো, ধানবাদ যেতে এ রাস্তাই ব্যবহার করেন।
ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকত... বারবার অভিযোগ জানালেও এতদিন নাকি কানেই তোলেনি প্রশাসন। রবিবার এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায়। তারপরই তড়িঘড়ি শুরু হয়েছে রাস্তা মেরামতি।
advertisement
এতদিন এ রাস্তা দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করতে হত। অবশেষে রাস্তা সংস্কার হচ্ছে। মুখে হাসি ফুটেছে পুরুলিয়াবাসীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2019 10:58 AM IST